বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সিধইল সড়কে তিনি হামলার শিকার হন। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ (৪২) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামুনুর রশিদের ভাতিজা হাদিসুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুনুর রশিদ। পথে সিধইল সড়কে ১০-১২ জন দুর্বৃত্ত পথ রোধ করে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে রেখে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন মামুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। হাদিসুর রহমান বলেন এখনো মামুনুর রশিদের জ্ঞান ফেরেনি। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
তিনি আরও জানান, গত ২৫ অক্টোবর রাতে নন্দীগ্রাম থানার পুলিশ সিধইল গ্রামের বাড়ি থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। ঈদের কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন দিগন্তময় সরকার জানান, মামুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়ে বৃহস্পতিবার রাতেই ছাড়পত্র দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মামুনুর রশিদের নামে নন্দীগ্রাম থানায় মামলা ছিল। সেই মামলায় গত ২৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। কবে জামিনে বের হয়েছে, সে বিষয়ে জানা নেই। বৃহস্পতিবার রাতে তাঁকে মারপিটের ঘটনাটি কেউ থানা-পুলিশকে জানায়নি।
বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সিধইল সড়কে তিনি হামলার শিকার হন। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ (৪২) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামুনুর রশিদের ভাতিজা হাদিসুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুনুর রশিদ। পথে সিধইল সড়কে ১০-১২ জন দুর্বৃত্ত পথ রোধ করে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে রেখে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন মামুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। হাদিসুর রহমান বলেন এখনো মামুনুর রশিদের জ্ঞান ফেরেনি। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
তিনি আরও জানান, গত ২৫ অক্টোবর রাতে নন্দীগ্রাম থানার পুলিশ সিধইল গ্রামের বাড়ি থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। ঈদের কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন দিগন্তময় সরকার জানান, মামুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়ে বৃহস্পতিবার রাতেই ছাড়পত্র দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মামুনুর রশিদের নামে নন্দীগ্রাম থানায় মামলা ছিল। সেই মামলায় গত ২৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। কবে জামিনে বের হয়েছে, সে বিষয়ে জানা নেই। বৃহস্পতিবার রাতে তাঁকে মারপিটের ঘটনাটি কেউ থানা-পুলিশকে জানায়নি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে