দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা দেওয়া ও সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুর্গাপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাড়িয়া গ্রামের জহুরুল মৃধার ছেলে আওয়ামী লীগের কর্মী ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন লায়ন (৩৪) ও তাঁর ভাই মো. জয় (২১) এবং আ. মান্নানের ছেলে মাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল (২২)।
মামলার এজহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামের সাইফুলের মোড় নামক স্থানে দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) পোস্টার সাঁটাতে যান তাঁর সমর্থক আব্দুর রাজ্জাক। এ সময় তাঁকে বাধা দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার সমর্থক সাখাওয়াত মৃধা লায়ন। নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটানোর প্রস্তুতি নিলে সাখাওয়াত হোসেন লায়ন ও তাঁর ভাই মো. জয়সহ কয়েকজন আব্দুর রাজ্জাককে মারপিট করেন। পরে স্থানীয় লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার প্রার্থীর অফিসের সামনে পোস্টার সাঁটাতে যায়। এ সময় তাদের নিষেধ করলেও না শোনায় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে তারা থানায় মামলা করলে নৌকার সমর্থক তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বুধবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে নির্বাচনী পোস্টার সাঁটানো নিয়ে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা দেওয়া ও সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুর্গাপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাড়িয়া গ্রামের জহুরুল মৃধার ছেলে আওয়ামী লীগের কর্মী ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন লায়ন (৩৪) ও তাঁর ভাই মো. জয় (২১) এবং আ. মান্নানের ছেলে মাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল (২২)।
মামলার এজহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামের সাইফুলের মোড় নামক স্থানে দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) পোস্টার সাঁটাতে যান তাঁর সমর্থক আব্দুর রাজ্জাক। এ সময় তাঁকে বাধা দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার সমর্থক সাখাওয়াত মৃধা লায়ন। নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটানোর প্রস্তুতি নিলে সাখাওয়াত হোসেন লায়ন ও তাঁর ভাই মো. জয়সহ কয়েকজন আব্দুর রাজ্জাককে মারপিট করেন। পরে স্থানীয় লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার প্রার্থীর অফিসের সামনে পোস্টার সাঁটাতে যায়। এ সময় তাদের নিষেধ করলেও না শোনায় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে তারা থানায় মামলা করলে নৌকার সমর্থক তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বুধবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে নির্বাচনী পোস্টার সাঁটানো নিয়ে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১০ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১১ ঘণ্টা আগে