Ajker Patrika

চাঁদা না পেয়ে রাস্তা বন্ধ করে দিলেন ইউপি সদস্য    

বগুড়া প্রতিনিধি
চাঁদা না পেয়ে রাস্তা বন্ধ করে দিলেন ইউপি সদস্য    

নিজ জমিতে পুকুর খুঁড়তে দিতে হবে চাঁদা। দিতে অস্বীকার করায় চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে চাঁদা দাবিকারী। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলায়। 

জানা যায়, উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রঞ্জু মিয়া ভুক্তভোগী মজনু মিয়ার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গ্রামের রাস্তার মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইউনিয়ন পরিষদ সদস্য। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মজনু মিয়া। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোমিনখাদা গ্রামের মজনু মিয়া তাঁর নিজস্ব জমিতে পুকুর খনন করছিলেন। স্থানীয় ইউপি সদস্য রঞ্জু মিয়া তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মজনু তাকে চাঁদা দিতে অস্বীকার করায় ৯ এপ্রিল বিকেলে প্রকাশ্যে ইট বিছানো রাস্তার মাঝখানে বাঁশ পুঁতে দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে গাবতলী থানায় ইউপি সদস্য রঞ্জু মিয়ার বিরুদ্ধে একটি এজাহার দেন। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জু মিয়া ১৫টি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশায় ৩০ / ৪০ জন লোক নিয়ে মজনু মিয়ার বাড়িতে চড়াও হন। 

থানায় এজাহারের প্রেক্ষিতে এস আই সুব্রত কুমার মাহাতো ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এদিকে রোববার বিকেলে রঞ্জু মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মোমিনখাদা গ্রামের নারী ও পুরুষরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জু মিয়া। তিনি বলেন, ‘কবরস্থানের ওপর দিয়ে ট্রাকযোগে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেটা বন্ধের জন্য রাস্তায় খুঁটি দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত