দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহে নাকাল জনজীবন। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীরাও। রোদ ও মাত্রাতিরিক্ত গরমে পোলট্রি খামারে থাকা মুরগি হিট স্ট্রোকে মারা যাচ্ছে।
পোলট্রি খামারিরা বলছেন, অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে প্রতিদিন হিট স্ট্রোকে মারা যাচ্ছে শত শত মুরগি। শুধু হিট স্ট্রোক নয়, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্রয়লার মুরগির পাতলা পায়খানা দেখা দিয়েছে। এতে আক্রান্ত মুরগি দুর্বল হয়ে পড়ছে। নিয়মিত টিকা ও ওষুধ দেওয়ার পরও সমস্যার সমাধান মিলছে না। তাপপ্রবাহ থেকে মুরগি বাঁচাতে অনেক খামারে বৈদ্যুতিক পাখা সংযুক্ত করলেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেটিও কাজে আসছে না। এমন অবস্থায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, উপজেলায় ৩৩৮ ব্রয়লার ও ৩২ লেয়ার মুরগির খামার রয়েছে। এ ছাড়াও ছাগলের ৩৪৯, গাভি ৫৬, টার্কি ২৮ ও হাঁসের ৩০টি খামার রয়েছে।
দুর্গাপুর উপজেলার শালঘরিয়া, সিংগা, বর্দ্ধনপুর, ধরমপুরসহ কয়েকটি এলাকার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে মুরগিগুলো ছটফট করছে। মুরগি বাঁচাতে খামারিরা ঠান্ডা পানি, স্যালাইন ও ফ্যানের বাতাস ব্যবহার করছেন। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময়মতো বাতাস পাচ্ছে না। এতে মুরগিগুলোর জীবন বাঁচাতে খামারিরা হিমশিম খাচ্ছেন।
পৌর এলাকার শালঘরিয়া গ্রামের খামারি মাসুদ রানা বলেন, খামারে চার হাজার ব্রৎ য়লার মুরগি রয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে কয়েক দিন থেকে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫টি মুরগি মারা যাচ্ছে। যার একেকটার ওজন দুই থেকে তিন কেজি। প্রতিদিন মুরগি বাঁচাতে নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেও কোনো কাজে আসছে না। এভাবে তাপপ্রবাহ চলতে থাকলে এবার বড় ধরনের লোকসানে পড়তে হবে।
উপজেলার সিংগা গ্রামের পাভেল হোসেন বলেন, প্রচণ্ড গরমে তাঁর খামারে ইতিমধ্যে ১০০-র ওপরে সোনালি মুরগি মারা গেছে।
একই গ্রামের আরেক খামারি রোমন আলী বলেন, গত তিন-চার দিনে তাঁর খামারে দেড় শতাধিক মুরগি হিট স্ট্রোকে মারা গেছে।
কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক খামারের মুরগি মারা যাচ্ছে। কোনোভাবেই হিট স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করা যাচ্ছে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সব সময় ফ্যান চালানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে লোকসান কোথায় ঠেকবে বলা মুশকিল। বলেন, উপজেলার ধরমপুর গ্রামের আলতাব হোসেন।
দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, ‘কয়েক দিন থেকে বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরমে মুরগি মারা যাওয়ার খবর পাচ্ছি। আমরাও প্রতিদিন বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দিচ্ছি। হিট স্ট্রোক থেকে বাঁচতে খামার ঘরের ছাদ কিংবা টিনের চালার ওপর ভেজা চট দিলে উপকার পাওয়া যাবে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘এপ্রিল ও মে মাসে প্রচণ্ড তাপপ্রবাহ থাকে। এই তাপপ্রবাহের মধ্যে মুরগির সুরক্ষায় খামারিদের পরামর্শ দিতে খামারিদের নিয়ে উঠান বৈঠক ও প্রচারপত্র বিলি করেছি।’
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, আজ শুক্রবার বেলা ৩টায় রাজশাহীতে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন থেকেই রাজশাহীর ওপর দিয়ে প্রচণ্ড দাবদাহ চলছে।
অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহে নাকাল জনজীবন। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীরাও। রোদ ও মাত্রাতিরিক্ত গরমে পোলট্রি খামারে থাকা মুরগি হিট স্ট্রোকে মারা যাচ্ছে।
পোলট্রি খামারিরা বলছেন, অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে প্রতিদিন হিট স্ট্রোকে মারা যাচ্ছে শত শত মুরগি। শুধু হিট স্ট্রোক নয়, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্রয়লার মুরগির পাতলা পায়খানা দেখা দিয়েছে। এতে আক্রান্ত মুরগি দুর্বল হয়ে পড়ছে। নিয়মিত টিকা ও ওষুধ দেওয়ার পরও সমস্যার সমাধান মিলছে না। তাপপ্রবাহ থেকে মুরগি বাঁচাতে অনেক খামারে বৈদ্যুতিক পাখা সংযুক্ত করলেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেটিও কাজে আসছে না। এমন অবস্থায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, উপজেলায় ৩৩৮ ব্রয়লার ও ৩২ লেয়ার মুরগির খামার রয়েছে। এ ছাড়াও ছাগলের ৩৪৯, গাভি ৫৬, টার্কি ২৮ ও হাঁসের ৩০টি খামার রয়েছে।
দুর্গাপুর উপজেলার শালঘরিয়া, সিংগা, বর্দ্ধনপুর, ধরমপুরসহ কয়েকটি এলাকার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে মুরগিগুলো ছটফট করছে। মুরগি বাঁচাতে খামারিরা ঠান্ডা পানি, স্যালাইন ও ফ্যানের বাতাস ব্যবহার করছেন। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময়মতো বাতাস পাচ্ছে না। এতে মুরগিগুলোর জীবন বাঁচাতে খামারিরা হিমশিম খাচ্ছেন।
পৌর এলাকার শালঘরিয়া গ্রামের খামারি মাসুদ রানা বলেন, খামারে চার হাজার ব্রৎ য়লার মুরগি রয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে কয়েক দিন থেকে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫টি মুরগি মারা যাচ্ছে। যার একেকটার ওজন দুই থেকে তিন কেজি। প্রতিদিন মুরগি বাঁচাতে নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেও কোনো কাজে আসছে না। এভাবে তাপপ্রবাহ চলতে থাকলে এবার বড় ধরনের লোকসানে পড়তে হবে।
উপজেলার সিংগা গ্রামের পাভেল হোসেন বলেন, প্রচণ্ড গরমে তাঁর খামারে ইতিমধ্যে ১০০-র ওপরে সোনালি মুরগি মারা গেছে।
একই গ্রামের আরেক খামারি রোমন আলী বলেন, গত তিন-চার দিনে তাঁর খামারে দেড় শতাধিক মুরগি হিট স্ট্রোকে মারা গেছে।
কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক খামারের মুরগি মারা যাচ্ছে। কোনোভাবেই হিট স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করা যাচ্ছে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সব সময় ফ্যান চালানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে লোকসান কোথায় ঠেকবে বলা মুশকিল। বলেন, উপজেলার ধরমপুর গ্রামের আলতাব হোসেন।
দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, ‘কয়েক দিন থেকে বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরমে মুরগি মারা যাওয়ার খবর পাচ্ছি। আমরাও প্রতিদিন বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দিচ্ছি। হিট স্ট্রোক থেকে বাঁচতে খামার ঘরের ছাদ কিংবা টিনের চালার ওপর ভেজা চট দিলে উপকার পাওয়া যাবে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘এপ্রিল ও মে মাসে প্রচণ্ড তাপপ্রবাহ থাকে। এই তাপপ্রবাহের মধ্যে মুরগির সুরক্ষায় খামারিদের পরামর্শ দিতে খামারিদের নিয়ে উঠান বৈঠক ও প্রচারপত্র বিলি করেছি।’
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, আজ শুক্রবার বেলা ৩টায় রাজশাহীতে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন থেকেই রাজশাহীর ওপর দিয়ে প্রচণ্ড দাবদাহ চলছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে