Ajker Patrika

ঝুঁকি নিয়ে বিশেষ ট্রেনের ছাদে উঠে সমাবেশে যাচ্ছেন নেতা-কর্মীরা 

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৪
ঝুঁকি নিয়ে বিশেষ ট্রেনের ছাদে উঠে সমাবেশে যাচ্ছেন নেতা-কর্মীরা 

ট্রেনটি দেখে মনে হবে যেন ঈদযাত্রায় মানুষজন। ঈদে যেমন ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ দেখা যায়, তেমনি ভেতরে যাত্রীতে পরিপূর্ণ ট্রেনের ছাদে চেপেও বাড়িমুখো দৃশ্য দেখা গেল আরেকবার। আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দিতে জীবনের ঝুঁকি নিয়ে নাটোর থেকে বিশেষ ট্রেনে যাচ্ছেন নেতা-কর্মীরা।

ট্রেনের ভেতরে আসন পরিপূর্ণ হওয়ায় নেতা-কর্মীরা উঠেছেন ছাদেও। ইঞ্জিনের সামনেও জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াতে দেখা গেছে তাঁদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে নেতা-কর্মীরা ট্রেনে চেপে, ঝুলে ও দাঁড়িয়ে জনসভায় ছুটছেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশেষ ট্রেনটি নলডাঙ্গা মাধনগর, নলডাঙ্গা স্টেশন হয়ে নাটোর রেলস্টেশনে এসে থামে। প্রায় ৫ মিনিট স্টেশনে ট্রেনটি অবস্থান করে।

এ সময় স্টেশনে অপেক্ষায় থাকা শতশত আওয়ামী লীগ নেতা-কর্মী ট্রেনে উঠতে শুরু করেন। বিশেষ ট্রেনটি দেখার জন্য বহু উৎসুক মানুষও অপেক্ষা করছিলেন স্টেশনে।

নাটোর রেলস্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নাটোর থেকে সাতটি বগি নিয়ে স্পেশাল একটি ট্রেন মাধনগর রেলস্টেশন থেকে নলডাঙ্গা স্টেশন, বাসুদেবপুর স্টেশন, নাটোর স্টেশন, মালঞ্চি স্টেশন ও আব্দুলপুর রেলস্টেশন হয়ে রাজশাহীতে যাত্রা শুরু করে।

আব্দুল গণি মিয়া নামে এক আওয়ামী লীগ কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। নেত্রীকে এক পলক দেখতে রাজশাহী যাচ্ছি। হয়তো তাঁকে কাছে থেকে দেখতে পারব না, তবে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শুনব নিশ্চয়ই।’

আতাউর রহমান নামে আরেক কর্মী বলেন, ‘ট্রেনে প্রচণ্ড ভিড়, পা ফেলার জায়গা নেই। বাধ্য হয়ে দরজায় দাঁড়িয়ে যাচ্ছি। নেত্রীকে একবার দেখার পর সব কষ্ট আর ক্লান্তি চলে যাবে।’

শফিকুল ইসলাম নামে নাটোরের এক যুবলীগ কর্মী আকজের পত্রিকাকে বলেন, ‘অনেক আনন্দ লাগছে, সব নেতা-কর্মী এক সাথে যাচ্ছি। আমরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নিরলসভাবে কাজ করব।’

নলডাঙ্গা থেকে আসা ৮০ বছরের বৃদ্ধ আওয়ামী লীগ কর্মী লিয়াকত প্রামাণিক বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী জনসভা সফল করতে আমরা নেতা-কর্মী সবাই একত্রে ট্রেনে যাচ্ছি। জীবনে প্রথম প্রধানমন্ত্রীকে দেখবে। কাছ থেকে তাঁর ভাষণ শুনতে যাচ্ছি। কখনো সরাসরি প্রধানমন্ত্রীকে দেখা হয়নি। আজ নিজ চোখে নেত্রীকে এক পলক দেখব।’

নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার কামরুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত ঈদে প্রচুর যাত্রীর চাপ সামলাতে হয়। অনেক সময় শৃঙ্খলা থাকে না। এবার চাপ একই রকম হলেও শৃঙ্খলা রয়েছে। তবে অনেক যাত্রী ছাদে উঠে যাচ্ছেন। আমরা এমন বিপজ্জনক যাত্রা নিরুৎসাহিত করলেও তারা শুনছেন না।’

কামরুন নাহার আরও বলেন, ‘রেল কর্তৃপক্ষ ১ লাখ ২৪ হাজার ৩২৪ টাকায় একটি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে। আজ ঢাকা-রাজশাহী চলাচলকারী আন্তনগর সিল্কসিটি ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকায় ওই ট্রেন বিশেষ ট্রেন হিসেবে চলাচল করছে। ট্রেনটি চলাচলে অন্য ট্রেনের সময়সূচিতে তেমন কোনো সমস্যা হয়নি। বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে বিকেল সাড়ে ৫টায় ফেরার কথা রয়েছে।’

এদিকে রোববার ভোর থেকেই জেলার সাত উপজেলা ও আট পৌরসভা থেকে শত শত বাস, ট্রাক, হিউম্যান হলারসহ ছোট-বড় যান রাজশাহী অভিমুখে চলাচল করছে। এতে করে রাজশাহী শহরে চিকিৎসাসহ জরুরি কাজে যাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এদিন সকাল থেকেই দুর্ভোগে পড়েন অনেক যাত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত