Ajker Patrika

ধান-চাল মজুত: নওগাঁয় জরিমানা গুনলেন চালকল মালিক গ্রুপের সভাপতি

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২২: ২০
ধান-চাল মজুত: নওগাঁয় জরিমানা গুনলেন চালকল মালিক গ্রুপের সভাপতি

অবৈধভাবে ধান মজুত করায় জরিমানা গুনলেন নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি এবং নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে সাড়ে চার হাজার টন ধানসহ তাঁর তিনটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালকলগুলোতে অভিযান চালান।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান। আজ বিকেলে শহরের আনন্দনগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় ওই মিলের তিনটি গুদামে অবৈধভাবে প্রায় সাড়ে চার হাজার টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপণন আইনে মিলের স্বত্বাধিকারী নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামগুলো সিলগালা করা হয়।

বাজারদর অনুযায়ী ধান বিক্রির শর্তে গুদামগুলো খুলে দেওয়া হবে জানান জেলা প্রশাসক।

অবৈধভাবে ধান মজুত করেছিলেন চালকল মালিক গ্রুপের সভাপতি।অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটোরাইস মিলে অভিযান চালিয়ে অবৈধভাবে ধান মজুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মিলের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। অনুমোদনের চেয়ে বেশি সময় ধরে ধান-চাল মজুত করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক গোলাম মওলা আরও জানান, অবৈধ মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত