Ajker Patrika

অর্ধ বিবস্ত্র হয়ে পালানো সেই ইউপি সদস্যের স্ত্রীর ডিলারশিপ বাতিল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০: ৫৬
অর্ধ বিবস্ত্র হয়ে পালানো সেই ইউপি সদস্যের স্ত্রীর ডিলারশিপ বাতিল

সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারের সময় ধরা পড়া সেই ইউপি সদস্যের স্ত্রীর ডিলারশিপ বাতিল করা হয়েছে। আজ সোমবার দুপুরে মেম্বারের স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতরণের ডিলারশিপ বাতিল করেন উপজেলা খাদ্য কর্মকর্তা। 

চাল পাচারের সময় হাতেনামে ধরা পড়েছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম শফি। গত বুধবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে বড়হর থেকে ৫০ কেজির ১০ বস্তায় মোট ৫০০ কেজি সরকারি চাল অটোভ্যানে করে পাচার করছিলেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিক শিশির আলম ও হোসাইন ময়নুল তাঁকে ধরে ফেলেন। উপস্থিত জনতার তোপের মুখে পড়ে পরনের লুঙ্গি ফেলে অর্ধ বিবস্ত্র হয়ে পালিয়ে যান মেম্বার।

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে সরকারি চাল ও মেম্বারের ফেলে যাওয়া পরনের লুঙ্গি ও জুতা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক আজকের পত্রিকাকে জানান, সম্প্রতি হাতেনাতে ধরা পড়া শফি মেম্বারের চাল পাচারের ঘটনায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর স্ত্রীর নামে থাকা ডিলারশিপ বাতিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত