নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় তাঁর বাড়ি। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সংঘর্ষের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বালিয়াপুকুর এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা জানান, কাউন্সিলর মনিরুজ্জামানও আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে তারিকুল ইসলাম তরিকের কথা-কাটাকাটি হচ্ছিল। বাসায় ঢুকে তিনি শোনেন, সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথা তিনি শুনেছেন। গোলাগুলির বিষয়টি তিনি জানতে পারেননি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, ‘আকরামুলের ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। রোগী এখন অপারেশন থিয়েটারে আছেন।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘আহত আকরামুল কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা পুলিশ জানে না। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
রাজশাহীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় তাঁর বাড়ি। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সংঘর্ষের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বালিয়াপুকুর এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা জানান, কাউন্সিলর মনিরুজ্জামানও আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে তারিকুল ইসলাম তরিকের কথা-কাটাকাটি হচ্ছিল। বাসায় ঢুকে তিনি শোনেন, সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথা তিনি শুনেছেন। গোলাগুলির বিষয়টি তিনি জানতে পারেননি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, ‘আকরামুলের ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। রোগী এখন অপারেশন থিয়েটারে আছেন।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘আহত আকরামুল কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা পুলিশ জানে না। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে