নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরের ঘোড়ামারা এলাকায় রিকশায় যাওয়ার সময় এক দোকান ব্যবস্থাপকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার রিকশাচালক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি চক্র এক মাস ধরে নজরদারি চালিয়ে তাঁকে দিয়ে ফাঁদ তৈরি করেছিল। গত বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালতের বিচারক মামুনুর রশিদের আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন রিকশাচালক মাসুম।
পুলিশ জানায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মাসুম জানান, ছিনতাইয়ের পুরো পরিকল্পনায় তাঁকে আগে থেকেই সম্পৃক্ত করা হয় এবং কীভাবে রিকশা চালাতে হবে, কোথায় থামতে হবে—এসব শেখানো হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য মহড়াও দেওয়া হয়।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, রিকশা ব্যবহার করে ছিনতাইয়ের এই কৌশল আগেও করেছিল ওই চক্র, তবে সফল হয়নি। পরে গত রোববার সকালের দিকে তারা সুযোগ বুঝে পরিকল্পনা বাস্তবায়ন করে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম দিলীপ কুমার প্রামাণিক। তিনি নগরের রিলায়েন্স অটো নামের একটি দোকানের ব্যবস্থাপক। পুলিশ ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগের দিনের বিক্রির ১৩ লাখ টাকা নিয়ে দিলীপ কুমার ২০ এপ্রিল সকালে শিরোইল বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে মাসুমের রিকশায় উঠলে ঘোড়ামারা এলাকায় পৌঁছে রিকশাটি হঠাৎ একটি গলির ভেতর ঢুকে পড়ে। ঠিক সে সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রিকশার গতিরোধ করে। তাদের একজন হঠাৎ দিলীপ কুমারের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে দেন। তখন পেছনে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তিতে তাঁর ডান হাত ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রায় আড়াই লাখ টাকা পড়ে যায়। তবে বাকি টাকা নিয়ে সটকে পড়ে তারা।
রিকশাচালককে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, দিলীপের গতিবিধি আগে থেকেই নজরে রেখেছিল ছিনতাইকারী চক্রটি। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকার পর রোববার সকালে তিনি যে টাকা নিয়ে বের হবেন, তা জানত তারা। সেই অনুযায়ী রিকশাচালককে দিয়ে পুরো পরিকল্পনা সাজানো হয়।
ওসি মোস্তাক আহমেদ জানান, আগের রোববারও রিকশা নিয়ে অপেক্ষা করছিলেন মাসুম, যাতে দিলীপ তাঁর রিকশায় ওঠেন। কিন্তু সেদিন পরিকল্পনা ভেস্তে যায়। পরের রোববার এ পরিকল্পনা সফল হয়। জড়িত অন্য দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
রাজশাহী মহানগরের ঘোড়ামারা এলাকায় রিকশায় যাওয়ার সময় এক দোকান ব্যবস্থাপকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার রিকশাচালক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি চক্র এক মাস ধরে নজরদারি চালিয়ে তাঁকে দিয়ে ফাঁদ তৈরি করেছিল। গত বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালতের বিচারক মামুনুর রশিদের আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন রিকশাচালক মাসুম।
পুলিশ জানায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মাসুম জানান, ছিনতাইয়ের পুরো পরিকল্পনায় তাঁকে আগে থেকেই সম্পৃক্ত করা হয় এবং কীভাবে রিকশা চালাতে হবে, কোথায় থামতে হবে—এসব শেখানো হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য মহড়াও দেওয়া হয়।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, রিকশা ব্যবহার করে ছিনতাইয়ের এই কৌশল আগেও করেছিল ওই চক্র, তবে সফল হয়নি। পরে গত রোববার সকালের দিকে তারা সুযোগ বুঝে পরিকল্পনা বাস্তবায়ন করে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম দিলীপ কুমার প্রামাণিক। তিনি নগরের রিলায়েন্স অটো নামের একটি দোকানের ব্যবস্থাপক। পুলিশ ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগের দিনের বিক্রির ১৩ লাখ টাকা নিয়ে দিলীপ কুমার ২০ এপ্রিল সকালে শিরোইল বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে মাসুমের রিকশায় উঠলে ঘোড়ামারা এলাকায় পৌঁছে রিকশাটি হঠাৎ একটি গলির ভেতর ঢুকে পড়ে। ঠিক সে সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রিকশার গতিরোধ করে। তাদের একজন হঠাৎ দিলীপ কুমারের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে দেন। তখন পেছনে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তিতে তাঁর ডান হাত ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রায় আড়াই লাখ টাকা পড়ে যায়। তবে বাকি টাকা নিয়ে সটকে পড়ে তারা।
রিকশাচালককে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, দিলীপের গতিবিধি আগে থেকেই নজরে রেখেছিল ছিনতাইকারী চক্রটি। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকার পর রোববার সকালে তিনি যে টাকা নিয়ে বের হবেন, তা জানত তারা। সেই অনুযায়ী রিকশাচালককে দিয়ে পুরো পরিকল্পনা সাজানো হয়।
ওসি মোস্তাক আহমেদ জানান, আগের রোববারও রিকশা নিয়ে অপেক্ষা করছিলেন মাসুম, যাতে দিলীপ তাঁর রিকশায় ওঠেন। কিন্তু সেদিন পরিকল্পনা ভেস্তে যায়। পরের রোববার এ পরিকল্পনা সফল হয়। জড়িত অন্য দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারে এজেন্ট হিসেবে কাজ করা আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও জাবেদের দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে তিন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
৩ মিনিট আগেচাঁদপুরে ‘অর্পণ’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওই কেন্দ্রে থাকা রোগীদের পাঠানো হয়েছে পরিবারের জিম্মায়। রোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাবারে অনিয়ম, অমানবিক আচরণ ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল তারা।
৭ মিনিট আগেটিকটক করতে গিয়ে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসাইপ্রাসে যাওয়ার ১৩ দিনের মাথায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।
২৪ মিনিট আগে