নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কথা-কাটাকাটির জেরে রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের সমর্থক এক প্রবাসীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি ফুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মালোয়েশিয়াপ্রবাসী। তাঁর পরিবার আওয়ামী লীগের সমর্থক।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই জুয়েল জানান, স্থানীয় বিএনপির নেতা সাগর হোসেনের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা বাড়ি ভেঙে সব আসবাবপত্র লুট করেছে। তারা বাড়ি থেকে তিন ভরি স্বর্ণের গয়না, তিন লাখ টাকাসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ছাড়া তারা জাহাঙ্গীর আলমের শ্বশুর আব্দুল কাদেরের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা মেরামত করার জন্য জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ফেলা মাটি সরাতে যান জুয়েল। এ সময় স্থানীয় বিএনপির কর্মী সাইফুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি বেধে যায়।
এ সময় জুয়েল লোহার শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বেলা ১১টার দিকে পুলিশ চলে গেলে বিএনপির কর্মী সাগরের নেতৃত্বে লোকজন গিয়ে আবার বাড়িতে হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, রাস্তার জায়গা না রেখে তাঁরা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ি নির্মাণের সময় স্থানীয় জনসাধারণ বাধা দেন। রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারও কথা শোনেননি।
সাগর হোসেন বলেন, ওই রাস্তার সংস্কারকাজ চলছে। কিছু মাটি তার বাড়ির সামনে রাখা হয়েছিল। জুয়েল গিয়ে সেই মাটি ফেলে দিতে থাকেন। এ সময় সাইফুল ইসলাম নামের একজন বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাঁর বাড়িতে হামলা করেন।
জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে দুই দফায় সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কথা-কাটাকাটির জেরে রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের সমর্থক এক প্রবাসীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি ফুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মালোয়েশিয়াপ্রবাসী। তাঁর পরিবার আওয়ামী লীগের সমর্থক।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই জুয়েল জানান, স্থানীয় বিএনপির নেতা সাগর হোসেনের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা বাড়ি ভেঙে সব আসবাবপত্র লুট করেছে। তারা বাড়ি থেকে তিন ভরি স্বর্ণের গয়না, তিন লাখ টাকাসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ছাড়া তারা জাহাঙ্গীর আলমের শ্বশুর আব্দুল কাদেরের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা মেরামত করার জন্য জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ফেলা মাটি সরাতে যান জুয়েল। এ সময় স্থানীয় বিএনপির কর্মী সাইফুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি বেধে যায়।
এ সময় জুয়েল লোহার শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বেলা ১১টার দিকে পুলিশ চলে গেলে বিএনপির কর্মী সাগরের নেতৃত্বে লোকজন গিয়ে আবার বাড়িতে হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, রাস্তার জায়গা না রেখে তাঁরা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ি নির্মাণের সময় স্থানীয় জনসাধারণ বাধা দেন। রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারও কথা শোনেননি।
সাগর হোসেন বলেন, ওই রাস্তার সংস্কারকাজ চলছে। কিছু মাটি তার বাড়ির সামনে রাখা হয়েছিল। জুয়েল গিয়ে সেই মাটি ফেলে দিতে থাকেন। এ সময় সাইফুল ইসলাম নামের একজন বাধা দিলে তাঁকে পিটিয়ে জখম করেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাঁর বাড়িতে হামলা করেন।
জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে দুই দফায় সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে