লালপুর (নাটোর) প্রতিনিধি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের লালপুরের ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতেই নাটোর-১ আসনের বর্তমান এমপিবিরোধীরা নৌকার মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে তিনজন নতুন মুখ, বাকিরা বর্তমান চেয়ারম্যান।
দলীয় সূত্র জানায়, লালপুরের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীরা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সমর্থিত দুই ভাগে বিভক্ত। উভয় গ্রুপের ৭৯ জন প্রার্থী মনোনয়নের জন্য তদবির করেছেন।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকায় দেখা যায়, লালপুরে তৃতীয়বারের মতো বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক পলাশ, ঈশ্বরদীতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম জয়, চংধুপইলে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, আড়বাবে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মিলন, বিলমাড়ীয়াতে বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি একমাত্র নারী প্রার্থী মোছা. পারভীন আকতার বানু, দুয়ারিয়াতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম লাভলু, ওয়ালিয়াতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান, দুড়দুড়িয়াতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, অর্জুনপুর-বরমহাটীতে (এবি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সাত্তার, কদিমচিলানে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সেলিম রেজা মনোনয়ন পেয়েছেন।
এই তালিকায় ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম জয় বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল সমর্থিত একমাত্র প্রার্থী। বাকিরা সাবেক সাংসদ আবুল কালাম আজাদের সমর্থিত এবং তাঁর নেতৃত্বে গঠিত কমিটির বিভিন্ন পদে রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী নেতা-কর্মীরা মনোনয়ন পেয়েছেন। মনোনীত প্রার্থীরা ভোটারদের মন জয় করে বিজয় অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের মতামত না নিয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজের পছন্দে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য ১০ জনের নাম দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন। তাঁর পাঠানো তালিকার মধ্যে শুধু ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম জয় দলীয় মনোনয়ন পেয়েছেন।
নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে শনিবার (২৩ অক্টোবর ২০২১) সকালে ফোন করে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটার ২ লাখ ২ হাজার ৫০। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের লালপুরের ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতেই নাটোর-১ আসনের বর্তমান এমপিবিরোধীরা নৌকার মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে তিনজন নতুন মুখ, বাকিরা বর্তমান চেয়ারম্যান।
দলীয় সূত্র জানায়, লালপুরের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীরা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সমর্থিত দুই ভাগে বিভক্ত। উভয় গ্রুপের ৭৯ জন প্রার্থী মনোনয়নের জন্য তদবির করেছেন।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকায় দেখা যায়, লালপুরে তৃতীয়বারের মতো বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক পলাশ, ঈশ্বরদীতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম জয়, চংধুপইলে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, আড়বাবে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মিলন, বিলমাড়ীয়াতে বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি একমাত্র নারী প্রার্থী মোছা. পারভীন আকতার বানু, দুয়ারিয়াতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম লাভলু, ওয়ালিয়াতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান, দুড়দুড়িয়াতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, অর্জুনপুর-বরমহাটীতে (এবি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সাত্তার, কদিমচিলানে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সেলিম রেজা মনোনয়ন পেয়েছেন।
এই তালিকায় ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম জয় বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল সমর্থিত একমাত্র প্রার্থী। বাকিরা সাবেক সাংসদ আবুল কালাম আজাদের সমর্থিত এবং তাঁর নেতৃত্বে গঠিত কমিটির বিভিন্ন পদে রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী নেতা-কর্মীরা মনোনয়ন পেয়েছেন। মনোনীত প্রার্থীরা ভোটারদের মন জয় করে বিজয় অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের মতামত না নিয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজের পছন্দে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য ১০ জনের নাম দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন। তাঁর পাঠানো তালিকার মধ্যে শুধু ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম জয় দলীয় মনোনয়ন পেয়েছেন।
নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে শনিবার (২৩ অক্টোবর ২০২১) সকালে ফোন করে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটার ২ লাখ ২ হাজার ৫০। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
২ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৫ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৯ মিনিট আগে