Ajker Patrika

রাজশাহীতে অটোরিকশায় বাসের চাপা, মৃতের সংখ্যা বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে অটোরিকশাকে চাপা দিল বাস, ২ জনের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে অটোরিকশাকে চাপা দিল বাস, ২ জনের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে অটোরিকশাকে একটি বাস চাপা দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন দুজন।

এ নিয়ে এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো। এ ঘটনায় হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। রাতে হাসপাতালে মারা যাওয়া দুজন হলেন তানভীর ফেরদৌস ও সাব্বির রহমান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তাঁদের বাড়ি। এর আগে সন্ধ্যায় গোদাগাড়ীর অটোরিকশাচালক ইব্রাহিম হোসেন ও পবার মারুফ হোসেন মারা গিয়েছিলেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস পবা উপজেলার নতুন কসবা এলাকার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা উল্টে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে মধ্য রাতে আরও দুজন মারা যান। নতুন করে মারা যাওয়া দুজন নির্মাণ শ্রমিক। তাঁরা রাজশাহীতে কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহত অটোচালক ইব্রহিমের ভাই ইসরাফিল বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত