আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে