নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় মাদকাসক্ত অবস্থায় স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক ব্যক্তি। এ ঘটনার জেরে স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুমন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন নির্মাণশ্রমিক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কয়েক বছর আগে শহরের আনন্দনগরের আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরীর (২৪) সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। তবে সুমনের মাদকাসক্ত আচরণ এবং সংসারে অনিয়মিত খরচ নিয়ে স্ত্রী মৌয়ূরীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।
বুধবার রাতে তাঁদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুমন ঘরের ভেতর থেকে হাঁসুয়া এনে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার একটি কোপে মৌয়ূরীর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৌয়ূরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সুমন চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালে মারা যান।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আবু জার গাফফার বলেন, ‘নারীর বাঁ হাত বিচ্ছিন্ন ছিল, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সুমনকে গুরুতর অবস্থায় আনা হলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। সুমনের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।’
নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় মাদকাসক্ত অবস্থায় স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক ব্যক্তি। এ ঘটনার জেরে স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুমন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন নির্মাণশ্রমিক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কয়েক বছর আগে শহরের আনন্দনগরের আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরীর (২৪) সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। তবে সুমনের মাদকাসক্ত আচরণ এবং সংসারে অনিয়মিত খরচ নিয়ে স্ত্রী মৌয়ূরীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।
বুধবার রাতে তাঁদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুমন ঘরের ভেতর থেকে হাঁসুয়া এনে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার একটি কোপে মৌয়ূরীর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৌয়ূরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সুমন চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালে মারা যান।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আবু জার গাফফার বলেন, ‘নারীর বাঁ হাত বিচ্ছিন্ন ছিল, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সুমনকে গুরুতর অবস্থায় আনা হলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। সুমনের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৩ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪৩ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে