Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

বগুড়া প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

কোটা সংস্কারের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বগুড়া-বনানী অবরোধ করে বিক্ষোভ করছেন।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহাগ আলী, রাসেল, রাকিব জানান, তাঁরা দুপুর ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বগুড়া সরকারি শাহসুলতান কলেজের সামনে গেলে কলেজ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কে বসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শহরের বনানী মাটিডালী সড়কে সাতমাথা থেকে বনানীর দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। সেখানে পুলিশ থাকলেও তাঁরা সতর্ক অবস্থায় রয়েছেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘ছাত্রলীগের কেউ হামলা করেনি। বরং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাহসুলতান কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত