Ajker Patrika

এক শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৫: ২৭
এক শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জয়পুরহাটের আক্কেলপুরে এক শাড়িতে গলায় ফাঁস লাগানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। নিহত স্বামীর নাম সুহেল রানা (৪২) ও স্ত্রী পারুল বিবি (৩৯)। তাঁরা একই গ্রামের বাসিন্দা। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত পারুল বিবির বাবার বাড়ির একটি ঘর থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত পারুল বিবি তাঁর পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে একাই থাকতেন। এ সময় একই গ্রামের বিবাহিত যুবক সোহেল রানার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা গোপনে বিয়ে করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আয়শা সিদ্দিকা নামে স্থানীয় এক গৃহবধূ ওই বাড়িতে দুধ দিতে গিয়ে একটি ঘরের মধ্য স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা পারুলের বাড়ির একটি ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

স্থানীয় বাসিন্দা গৃহবধূ আয়শা সিদ্দিকা বলেন, ``আমি প্রতিদিনের মতো পারুলের বাড়িতে দুধ দিতে যাই। ওই সময় কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে ঢুকি। এরপর একটি ঘরের মধ্যে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে বাইরে এসে লোকজনকে জানাই। পরে স্থানীয়রা গলায় প্যাঁচানো শাড়ি কেটে মরদেহ দুটি নামিয়ে আনে। 

জানতে চাইলে নিহত সোহেল রানার প্রথম স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমার স্বামী রাতে আমাদের বাড়িতে ছিল। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যান। এরপর লোকমুখে জানতে পারি তাঁর ওই স্ত্রীর বাড়িতে নাকি তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। কী কারণে ওই ঘটনা ঘটেছে আমি কিছু জানি না।’

স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘শুনেছি তাঁরা চার-পাঁচ মাস আগে বিয়ে করেছেন। তাঁদের কারও সঙ্গে বিবাদ ছিল না। ঠিক কী কারণে এমন কাজ করল এটা আমার জানা নেই।’ 

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের মধ্য পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। আর সে কারণেই একসঙ্গে আত্মহত্যা করতে পারে।’ 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত