Ajker Patrika

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ২৪
বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সিরাজগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‍্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা মো. গোলাম ফারুক ও বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকা থেকে ইয়াবাসহ ইমামুল হোসেন (২৩) ও সজল তালুকদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। আর ফেনসিডিলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলার মামুনুর রহমান (৪৩) ও সদর উপজেলার মোস্তফাকে (৫৫) বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বাজারের ব্যাগে করে ফেনসিডিল বিক্রির উদ্দেশে সেখানে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। শাজাহানপুর থানায় তাঁদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত