নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় আসামি সুমন সরকার আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শুভ্র সাহা।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেলের দিকে নওগাঁ শহরের উকিলপাড়ায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও ছেলে জয়তু সরকার (৬) ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি এই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে অর্থ দাবি করে না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। নওগাঁয় হত্যাকাণ্ডের পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। এরপর ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
অন্যদিকে মৃত্যুদণ্ডের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।
নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় আসামি সুমন সরকার আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শুভ্র সাহা।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেলের দিকে নওগাঁ শহরের উকিলপাড়ায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও ছেলে জয়তু সরকার (৬) ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি এই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে অর্থ দাবি করে না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। নওগাঁয় হত্যাকাণ্ডের পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। এরপর ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
অন্যদিকে মৃত্যুদণ্ডের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে