Ajker Patrika

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাসব্যাপী কর্মসূচি

ঈশ্বরদী, প্রতিনিধি
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাসব্যাপী কর্মসূচি

পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। 

এ উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সলিমপুরে জয়নগর বোর্ড অফিস মোড় থেকে শুরু হয় হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা। শোভাযাত্রাটি জয়নগর শিমুলতলা, সাগরেগাড়ি, বড়ইচারা, গাঙমাথাল, কোলেরকান্দি, মিরকামারীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বোর্ড অফিস মোড়ে সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনের মাসব্যাপী অনুষ্ঠান শুরু হলেও পরে উপজেলার সকল ইউনিয়ন ও শহরে জন্মদিনের নানা কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু। 

সলিমপুর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম মালিথার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়েক (অব:) এম এ কাদেরের সঞ্চালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, সহসভাপতি ফরিদুল আলম ফরিদ, সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত