Ajker Patrika

মজার ছলে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে স্কুলছাত্র আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
মজার ছলে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে স্কুলছাত্র আহত

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামে বন্ধুদের সঙ্গে মজার ছলে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণে রিপন আলী (১৫) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। এতে ওই কিশোরের বাঁ হাতের তিন আঙুলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে এ ঘটনা ঘটে। আহত রিপন আলী বিলমাড়িয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আহত রিপন সাগর আলী ও রিমা বেগমের ছেলে।

লালপুর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রিপন আলীর মা রিমা বেগম পাবনার ঈশ্বরদীর এম এম জুট মিলে কাজ করতে যান। রাত নয়টার দিকে রিপন তার দুই বন্ধুকে নিয়ে মজা করার জন্য নিজের ঘরে বসে ইউটিউব দেখে দেশলাইয়ের বারুদ দিয়ে পটকা বানানোর চেষ্টা করছিল। একপর্যায়ে হঠাৎ বারুদের বিস্ফোরণ ঘটে। এতে তার বাঁ হাতের মাঝের তিনটি আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রিপন আলীর নানা কবির শেখ বলেন, রিপন আলী বিলমাড়িয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র। রংপুর সদরের সাগর আলীর সঙ্গে তাঁর মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। ছেলেকে নিয়ে রিমা বেগম বিলমাড়িয়া গ্রামে আমার বাড়িতেই থাকে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম বলেন, ‘আহত রিপন আলীর বাঁ হাতের মাঝের তিনটি আঙুলের মাথা কেটে ফেলা লাগতে পারে। বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘রিপন আলী বন্ধুদের সঙ্গে মজার ছলে পটকা বানানোর চেষ্টা করছিল। তবুও বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত