Ajker Patrika

লালপুরে প্রস্তুত ১১২টি প্রাথমিক বিদ্যালয় 

প্রতিনিধি, লালপুর (নাটোর)
লালপুরে প্রস্তুত ১১২টি প্রাথমিক বিদ্যালয় 

নাটোরের লালপুর উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীদের নতুন করে বরণ করতে বিদ্যালয়গুলো নির্দেশনার অপেক্ষায় আছে। 

আজ শনিবার সরেজমিন দেখা যায়, উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভবন, বেঞ্চ, জানালা-দরজা মেরামত, রংকরণ, বেসিন স্থাপন করা হয়েছে। 

লালপুরে খোলার জন্য প্রস্তুত ১১২টি প্রাথমিক বিদ্যালয়লালপুর খাতেমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য খাতুন বলে, স্কুল খোলার কথা শুনে আনন্দ লাগছে। আমরা আবার আগের মতো স্কুলে যেতে পারব। বন্ধুদের সঙ্গে খেলা করতে পারব। 

অভিভাবক আনোয়ারা খাতুন বলেন, দুই বছর ছেলে-মেয়েদের স্কুল না থাকায় পড়াশোনা করছে না। স্কুল খুললে ওরা অনেক ভালো থাকবে। পড়াশোনায় মনোযোগী হবে। 

লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, এরই মধ্যে প্রতিষ্ঠান খোলার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্দেশনার অপেক্ষায় আছি। 

লালপুরে খোলার জন্য প্রস্তুত ১১২টি প্রাথমিক বিদ্যালয়এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘাটতি পূরণসহ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা বাস্তবায়নে ব্লকভিত্তিক ওয়ার্কশিট বিতরণ ও সচেতনতা সৃষ্টি, পাঠের বিষয়বস্তু অনুধাবনে সহায়তা প্রদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের অব্যাহত ছিল। আমরা সব সময় স্কুল খোলার জন্য প্রস্তুত রয়েছি। 

লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, এরই মধ্যে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদানের প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত