নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে ১২৫ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এসব প্রস্তাব বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দিনের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা। পরে একটি লিখিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর মতো মোট ২০টি খাতে এই ১২৫ সংস্কার প্রস্তাবনা দিয়েছে শিবির।
উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অগ্রাধিকার, আবাসন সমস্যার স্থায়ী সমাধান, হলে নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ, চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন ও ওয়ার্ড চালু, রাকসু নির্বাচন ও ছাত্র সংসদ কার্যক্রম চালু, যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং অন-ক্যাম্পাস চাকরির সুযোগ সৃষ্টি।
সংবাদ সম্মেলনে রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘জুলাইয়ের পর নতুন প্রশাসন দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার চোখে পড়েনি। ১০ মাস পার হলেও প্রশাসনের ভূমিকা মূলত দায়সারা পর্যায়েই থেকে গেছে। এই প্রেক্ষাপটে আমরা বাস্তবভিত্তিক সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছি এবং আগামী তিন দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, প্রচার সম্পাদক নওশাজ্জামান প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে ১২৫ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এসব প্রস্তাব বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দিনের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা। পরে একটি লিখিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর মতো মোট ২০টি খাতে এই ১২৫ সংস্কার প্রস্তাবনা দিয়েছে শিবির।
উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অগ্রাধিকার, আবাসন সমস্যার স্থায়ী সমাধান, হলে নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ, চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন ও ওয়ার্ড চালু, রাকসু নির্বাচন ও ছাত্র সংসদ কার্যক্রম চালু, যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং অন-ক্যাম্পাস চাকরির সুযোগ সৃষ্টি।
সংবাদ সম্মেলনে রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘জুলাইয়ের পর নতুন প্রশাসন দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার চোখে পড়েনি। ১০ মাস পার হলেও প্রশাসনের ভূমিকা মূলত দায়সারা পর্যায়েই থেকে গেছে। এই প্রেক্ষাপটে আমরা বাস্তবভিত্তিক সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছি এবং আগামী তিন দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, প্রচার সম্পাদক নওশাজ্জামান প্রমুখ।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে