Ajker Patrika

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৮: ১৫
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

রাজশাহীতে কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছেই। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দুপুর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। আকাশ থেকে যেন আগুন ঝরছে! তাই দুপুরের আগেই অনেকটা ফাঁকা হয়ে যায় শহরের পথঘাট। আর দুপুরে একটু প্রশান্তি পেতে শিশু-কিশোরেরা ঝাঁপাঝাঁপি করে পুকুর কিংবা নদীতে। 

আজ শনিবার বেলা ৩টায় রাজশাহীতে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে উঠে যাওয়ায় কয়েক দিন ধরে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ মাঝারিতে রূপ নিয়েছে। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এর আগের দিন গতকাল শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

রাজশাহীতে পুকুরে ঝাঁপাঝাঁপি করছে শিশু। ছবিটি শুক্রবার পবা থেকে তোলাএরপর টানা দুই দিন তাপমাত্রা বাড়ছে। গতকাল ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং আজ শনিবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৬ মার্চ সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী রাজশাহীতে চার দিন মৃদু তাপপ্রবাহ থাকার পর তা মাঝারিতে রূপ নিয়েছে। 

রাজশাহীতে পুকুরে ঝাঁপাঝাঁপি করছে শিশু। ছবিটি শুক্রবার পবা থেকে তোলাতাপপ্রবাহের কারণে বাইরে বের হলে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। সকালে একটু বেলা গড়ানোর পরই পথঘাট উত্তপ্ত হয়ে উঠছে। এ কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। খুব প্রয়োজন না হলে রোজা রেখে কেউ এমন তাপপ্রবাহের ভেতর বাড়ির বাইরে যাচ্ছেন না। তবে শ্রমজীবী মানুষকে ঠিকই বৈরী পরিবেশের ভেতর কাজ করতে হচ্ছে। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহী অঞ্চলে এ রকম তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হঠাৎ বৃষ্টিরও সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত