Ajker Patrika

বড়াইগ্রামে জমিতে পড়ে ছিল নারীর মরদেহ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ২১: ২৮
বড়াইগ্রামে জমিতে পড়ে ছিল নারীর মরদেহ 

নাটোরের বড়াইগ্রামে নেপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালিকাপুর বেড়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিডিআই) রাজশাহী ইউনিট ও বড়াইগ্রাম থানা-পুলিশ। 

বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, বেড়পাড়া এলাকার কৃষক রাজু মিয়া তাঁর জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পান। জমির ভেতরে গিয়ে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুদিন আগে এই নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত ও তথ্য উদ্‌ঘাটনের কাজ করছে সিআইডি ও থানা-পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত