পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় মেয়েকে জমি লিখে দেওয়ায় শাহিদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর একমাত্র ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃদ্ধার মেয়ে মাহফুজা খাতুন সাঁথিয়া থানা-পুলিশ ও সেনা ক্যাম্পে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। তাঁর এক ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। স্বামীর জমি থেকে যে অংশটুকু শাহিদা খাতুন পেয়েছিলেন, তার সবটুকু তাঁর ছোট মেয়ে মাহফুজাকে লিখে দিয়েছেন। অনেক দিন ধরে ওই মেয়ের কাছেই থাকতেন তিনি। এ নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় তাঁর।
গতকাল মঙ্গলবার বিকেলে শাহিদা খাতুন নিজের স্বামীর ভিটায় থাকা ঘরে যান। তখন ছেলে শাহ আলম ও নাতিরা তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
বৃদ্ধ সাহিদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘ছেলে, তার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ওই ঘর করা। সে ঘরে আমার জায়গা নাই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়? অথচ ছেলে ও নাতিরা বাড়িতে উঠতে দিচ্ছে না।’
অভিযুক্ত শাহ আলম বলেন, ‘মা তার সব জমি মেয়েদের লিখে দিয়েছেন। তিনি তার মেয়ের বাড়িতে থাকবেন। আমার বাড়িতে তাঁর কোনো জায়গা নাই।’
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধাকে তাঁর ছোট মেয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মূলত জমি নিয়ে মা-ছেলের দ্বন্দ্ব অনেক দিনের। মা তাঁর জমি ছোট মেয়েকে লিখে দিয়েছেন। ছেলেকে কিছুই দেননি। এ নিয়ে বিরোধ হলে মা তাঁর ছেলের নামে মামলাও করেছিলেন বলে শুনেছি। বিষয়টি তাঁরা বসেও সমাধান করতে পারেন।’
পাবনার সাঁথিয়ায় মেয়েকে জমি লিখে দেওয়ায় শাহিদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর একমাত্র ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃদ্ধার মেয়ে মাহফুজা খাতুন সাঁথিয়া থানা-পুলিশ ও সেনা ক্যাম্পে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। তাঁর এক ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। স্বামীর জমি থেকে যে অংশটুকু শাহিদা খাতুন পেয়েছিলেন, তার সবটুকু তাঁর ছোট মেয়ে মাহফুজাকে লিখে দিয়েছেন। অনেক দিন ধরে ওই মেয়ের কাছেই থাকতেন তিনি। এ নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় তাঁর।
গতকাল মঙ্গলবার বিকেলে শাহিদা খাতুন নিজের স্বামীর ভিটায় থাকা ঘরে যান। তখন ছেলে শাহ আলম ও নাতিরা তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
বৃদ্ধ সাহিদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘ছেলে, তার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ওই ঘর করা। সে ঘরে আমার জায়গা নাই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়? অথচ ছেলে ও নাতিরা বাড়িতে উঠতে দিচ্ছে না।’
অভিযুক্ত শাহ আলম বলেন, ‘মা তার সব জমি মেয়েদের লিখে দিয়েছেন। তিনি তার মেয়ের বাড়িতে থাকবেন। আমার বাড়িতে তাঁর কোনো জায়গা নাই।’
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধাকে তাঁর ছোট মেয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মূলত জমি নিয়ে মা-ছেলের দ্বন্দ্ব অনেক দিনের। মা তাঁর জমি ছোট মেয়েকে লিখে দিয়েছেন। ছেলেকে কিছুই দেননি। এ নিয়ে বিরোধ হলে মা তাঁর ছেলের নামে মামলাও করেছিলেন বলে শুনেছি। বিষয়টি তাঁরা বসেও সমাধান করতে পারেন।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে