Ajker Patrika

করোনায় পাবিপ্রবির সহকারী মুখ্য চিকিৎসা কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, পাবনা
করোনায় পাবিপ্রবির সহকারী মুখ্য চিকিৎসা কর্মকর্তার মৃত্যু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সরকারি মুখ্য চিকিৎসা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম রতন (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সর্বশেষ গতকাল সোমবার তাঁর করোনা শনাক্তের ফল পজিটিভ আসে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

পাবিপ্রবির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা সিনিয়র চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম রতন গত কয়েক দিন আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত।

এরপর আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গে শরীরের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শহিদুল ইসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনাসহ ডায়াবেটিক ও হার্ট সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ চিকিৎসক হারাল। এই ক্ষতি পূরণের নয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা পদে যোগ দেন ডা. শহিদুল ইসলাম রতন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত