Ajker Patrika

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় জামিন পেলেন মেয়রসহ ১৬ জন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৫: ৩৮
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় জামিন পেলেন মেয়রসহ ১৬ জন

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মামলায় পৌর মেয়রসহ ১৬ নেতা-কর্মীর জামিন দিয়েছেন আদালত। 

বেলকুচি থানা আমলি আদালতে আসামিরা জামিনের আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন তাঁদের জামিন মঞ্জুর করেন। এদিকে সংঘর্ষে আহত শিপন আহম্মেদ চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির না হতে পারায় তাঁর জামিন না মঞ্জুর করেন। 

আজ সোমবার দুপুরে জামিনের বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী আসিফ আজাদ রাতুল। 

উল্লেখ্য, গত শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এদিন রাতেই ১৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ জনকে আসামি করে পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল-আমিন সরকার থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত