বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে কাল।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলসহ ৩টি প্যানেল থেকে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হলো- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনিত মতিন-রোমা পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর বাছেদ পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ।
গত এক বছর ধরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি অ্যাডভোকেড বার সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে। এর আগে দীর্ঘ দশ বছর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন করে এসেছে। দীর্ঘ দিন আওয়ামী লীগ-বিএনপি দ্বিদলীয় পরিষদের বিকল্প কোনো শক্তিই ছিল না বগুড়ায়। ভিন্ন মতাদর্শের প্রার্থীরা আওয়ামী অথবা বিএনপি প্যানেলের সঙ্গে সমন্বয় করেই নির্বাচন করতো। কিন্তু বিকল্প শক্তি হিসেবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করায় আইনজীবীরা পরিবর্তনের স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন ভোটাররা।
আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির ৭৭৮ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত মতিন-রোমান পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুল মতিন, সহ-সভাপতির ২টি পদে হাবিবুর রহমান ও মাহবুবর রহমান (ফারুক), সাধারণ সম্পাদক পদে এএইচএম গোলাম রব্বানী খান রোমান, যুগ্ম সম্পাদক পদেখি লিমন সরকার ও রিয়াজুল জান্নাত প্রিন্স, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আজিজুল হক ফিরোজ, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ সাদী মোহাম্মদ এবং কার্যকরি সদস্য এর ৫টি পদে সঞ্জয় কুমার ঘোষ, নজরুল ইসলাম (বাবলু), রাজেক আহম্মেদ (রাজু), বাসুদেব কুন্ডু ও নূরে জান্নাত (রূপা)।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ থেকে প্রার্থীরা হলেন- সভাপতি পদে এএফএম সাইফুল ইসলাম পল্টু, সহ-সভাপতির ২টি পদে লিয়াকত আলী সরদার ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী (ববি), যুগ্ম সম্পাদক পদে রাশেদুর রহমান (মরিস) ও শেখ হাবিবুল হাসান (ড্রেক)।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর-বাছেদ পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে একেএম মাহবুবর রহমান, সহ-সভাপতির ২টি পদে আজবাহার আলী ও সাখাওয়াৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদে আতিকুল মাহবুব (সালাম) ও এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোস্তাফা (মজনু) এবং কার্যকরি সদস্যের ৫টি পদে শিপন খাতুন, মিজানুর রহমান, নূর-ই-আযম আবু রায়হান ও আব্দুস সালাম।
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে কাল।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলসহ ৩টি প্যানেল থেকে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হলো- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনিত মতিন-রোমা পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর বাছেদ পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ।
গত এক বছর ধরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি অ্যাডভোকেড বার সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে। এর আগে দীর্ঘ দশ বছর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন করে এসেছে। দীর্ঘ দিন আওয়ামী লীগ-বিএনপি দ্বিদলীয় পরিষদের বিকল্প কোনো শক্তিই ছিল না বগুড়ায়। ভিন্ন মতাদর্শের প্রার্থীরা আওয়ামী অথবা বিএনপি প্যানেলের সঙ্গে সমন্বয় করেই নির্বাচন করতো। কিন্তু বিকল্প শক্তি হিসেবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করায় আইনজীবীরা পরিবর্তনের স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন ভোটাররা।
আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির ৭৭৮ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত মতিন-রোমান পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুল মতিন, সহ-সভাপতির ২টি পদে হাবিবুর রহমান ও মাহবুবর রহমান (ফারুক), সাধারণ সম্পাদক পদে এএইচএম গোলাম রব্বানী খান রোমান, যুগ্ম সম্পাদক পদেখি লিমন সরকার ও রিয়াজুল জান্নাত প্রিন্স, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আজিজুল হক ফিরোজ, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ সাদী মোহাম্মদ এবং কার্যকরি সদস্য এর ৫টি পদে সঞ্জয় কুমার ঘোষ, নজরুল ইসলাম (বাবলু), রাজেক আহম্মেদ (রাজু), বাসুদেব কুন্ডু ও নূরে জান্নাত (রূপা)।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ থেকে প্রার্থীরা হলেন- সভাপতি পদে এএফএম সাইফুল ইসলাম পল্টু, সহ-সভাপতির ২টি পদে লিয়াকত আলী সরদার ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী (ববি), যুগ্ম সম্পাদক পদে রাশেদুর রহমান (মরিস) ও শেখ হাবিবুল হাসান (ড্রেক)।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর-বাছেদ পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে একেএম মাহবুবর রহমান, সহ-সভাপতির ২টি পদে আজবাহার আলী ও সাখাওয়াৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদে আতিকুল মাহবুব (সালাম) ও এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোস্তাফা (মজনু) এবং কার্যকরি সদস্যের ৫টি পদে শিপন খাতুন, মিজানুর রহমান, নূর-ই-আযম আবু রায়হান ও আব্দুস সালাম।
বিয়ের ২৮ দিন পর বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মো. আলমগীর প্রকাশ আলাউদ্দিন (৩০) নামে এক যুবক। গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার জয়নালের অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তিনি একই এলাকার আবদুল খালেকের পুত্র। ১ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ..
৯ মিনিট আগেবকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বরিশালে ফরচুন সু কারখানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নগরের বিসিক শিল্প নগরীর ফরচুন সুজ লিমিটেডে এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেকাদের সিদ্দিকী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসী ও দুনিয়াবাসীকে জানাতে চাই, চব্বিশের আগস্টের বৈষম্যবিরোধী বিজয়কে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর...
৪২ মিনিট আগেবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি বিভিন্ন বড় বড় প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কোনো প্রকল্পে দুর্নীতি
৪৩ মিনিট আগে