বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুবর্ণসাড়া গ্রামে ১৯ ডিসেম্বর দুপুরে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেটি শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়ি। তবে তখন ওই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। অবশেষে জানা গেল, সেদিন ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়েছে। এতে আহত একজন হাসপাতালে মারা যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
নিহত ফজলুল হক ফজলু (৪৫) কুষ্টিয়া সদর থানার মিলপাড়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে। জানা গেছে, ওই বিস্ফোরণে আরেকজন আহত হয়েছেন। তাঁর নাম জিন্নাহ আলী (৪৫)। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈদিয়া চাঁদপুর গ্রামের তাছের আলীর ছেলে। জিন্নাহ বগুড়ায় চিকিৎসা নিয়েছেন। তবে এর পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আর মোতালেব সরকার উপজেলা শ্রমিক লীগের সভাপতি প্রার্থী ছিলেন। এই পদ না পেলেও তিনি স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মোমিন মন্ডলের আস্থাভাজন বলে পরিচিত। এ বিষয়ে গত বৃহস্পতিবার সকালে মোতালেব সাংবাদিকদের বলেন, ‘আমরা নৌকার সমর্থক। প্রচারে ছুটে বেড়াচ্ছি। মঙ্গলবার দুপুরে রান্নার সময় বাড়িতে ব্যবহৃত প্রেশারকুকারটি হঠাৎ বিস্ফোরিত হয়।’ তাঁর দাবি, এ ঘটনাকে রং চড়িয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন। তবে শনিবার সকাল থেকে মোতালেবকে এলাকায় আর পাওয়া যায়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯ ডিসেম্বর বিস্ফোরণের শব্দ শুনে অনেকেই মোতালেব সরকারের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান কালো রঙের একটি মাইক্রোবাসে আহত দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ওই রাতেই পুলিশ সদস্যরা সুবর্ণসাড়া গ্রামে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন করা বেলকুচি থানার উপপরিদর্শক শিমুল মন্ডল মন্তব্য করতে রাজি হননি।
সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা মজনু সরকার বলেন, ‘বিকট শব্দ শুনে আমরা দৌড়ে গেলে সরকারবাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
এদিকে দুর্ঘটনার পর নিহত ফজলুর ভাই মজনুর সন্ধান পাওয়া যায়। তিনি বলেন, ‘আমার ছোট ভাই ফজলু দীর্ঘদিন ধরে রাজবাড়ী থাকত। পাঁচ মাস আগে একটি মামলায় সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার হলে পুলিশ তাঁকে গ্রামে নিয়ে এসেছিল। আমরা গত বুধবার জানতে পারি, ফজলু বোমা বিস্ফোরণে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি, মোতালেব নামে এক আওয়ামী লীগ নেতা আমার ভাইকে বোমা বানানোর জন্য সিরাজগঞ্জের বেলকুচিতে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেই বোমা তৈরির সময় একটি বোমা বিস্ফোরণ হলে আমার ভাই আহত হয়। মোতালেব পুরো এক দিন ফজলুকে লুকিয়ে রেখেছিল। পরে ওর চিৎকার সইতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ (শনিবার) ভোররাতে আমার ভাই হাসপাতালে মারা গেছে।’ ফজলুর ছোট ভাই বিপুল বলেন, ‘আমার ভাইকে মোতালেব নামে সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা নির্বাচনের জন্য নিয়ে গিয়েছিল। আজ তার জন্যই আমার ভাই মারা গেছে। আমি মোতালেবের বিচার চাই।’
তবে এ বিষয়ে সিরাজগঞ্জের এএসপি (বেলকুচি সার্কেল) জন রানা বলেন, ‘ওই বাড়িতে গেলে মোতালেবের স্ত্রী-স্বজনেরা জানান, রান্নার সময় প্রেশারকুকার বিস্ফোরিত হয়েছে। তবে কোনো আলামত দেখাতে পারেননি আমাদের। বোমাজাতীয় বস্তু বিস্ফোরণের আলামতও মেলেনি। যে কালো মাইক্রোবাসের কথা বলা হচ্ছে, সেটি এক প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ি। সেটিতে তল্লাশি করে আলামত পাওয়া যায়নি। তবে বেলকুচি থানার পুলিশ শব্দের বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুবর্ণসাড়া গ্রামে ১৯ ডিসেম্বর দুপুরে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেটি শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়ি। তবে তখন ওই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। অবশেষে জানা গেল, সেদিন ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়েছে। এতে আহত একজন হাসপাতালে মারা যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
নিহত ফজলুল হক ফজলু (৪৫) কুষ্টিয়া সদর থানার মিলপাড়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে। জানা গেছে, ওই বিস্ফোরণে আরেকজন আহত হয়েছেন। তাঁর নাম জিন্নাহ আলী (৪৫)। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈদিয়া চাঁদপুর গ্রামের তাছের আলীর ছেলে। জিন্নাহ বগুড়ায় চিকিৎসা নিয়েছেন। তবে এর পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আর মোতালেব সরকার উপজেলা শ্রমিক লীগের সভাপতি প্রার্থী ছিলেন। এই পদ না পেলেও তিনি স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মোমিন মন্ডলের আস্থাভাজন বলে পরিচিত। এ বিষয়ে গত বৃহস্পতিবার সকালে মোতালেব সাংবাদিকদের বলেন, ‘আমরা নৌকার সমর্থক। প্রচারে ছুটে বেড়াচ্ছি। মঙ্গলবার দুপুরে রান্নার সময় বাড়িতে ব্যবহৃত প্রেশারকুকারটি হঠাৎ বিস্ফোরিত হয়।’ তাঁর দাবি, এ ঘটনাকে রং চড়িয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন। তবে শনিবার সকাল থেকে মোতালেবকে এলাকায় আর পাওয়া যায়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯ ডিসেম্বর বিস্ফোরণের শব্দ শুনে অনেকেই মোতালেব সরকারের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান কালো রঙের একটি মাইক্রোবাসে আহত দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ওই রাতেই পুলিশ সদস্যরা সুবর্ণসাড়া গ্রামে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন করা বেলকুচি থানার উপপরিদর্শক শিমুল মন্ডল মন্তব্য করতে রাজি হননি।
সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা মজনু সরকার বলেন, ‘বিকট শব্দ শুনে আমরা দৌড়ে গেলে সরকারবাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
এদিকে দুর্ঘটনার পর নিহত ফজলুর ভাই মজনুর সন্ধান পাওয়া যায়। তিনি বলেন, ‘আমার ছোট ভাই ফজলু দীর্ঘদিন ধরে রাজবাড়ী থাকত। পাঁচ মাস আগে একটি মামলায় সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার হলে পুলিশ তাঁকে গ্রামে নিয়ে এসেছিল। আমরা গত বুধবার জানতে পারি, ফজলু বোমা বিস্ফোরণে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি, মোতালেব নামে এক আওয়ামী লীগ নেতা আমার ভাইকে বোমা বানানোর জন্য সিরাজগঞ্জের বেলকুচিতে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেই বোমা তৈরির সময় একটি বোমা বিস্ফোরণ হলে আমার ভাই আহত হয়। মোতালেব পুরো এক দিন ফজলুকে লুকিয়ে রেখেছিল। পরে ওর চিৎকার সইতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ (শনিবার) ভোররাতে আমার ভাই হাসপাতালে মারা গেছে।’ ফজলুর ছোট ভাই বিপুল বলেন, ‘আমার ভাইকে মোতালেব নামে সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা নির্বাচনের জন্য নিয়ে গিয়েছিল। আজ তার জন্যই আমার ভাই মারা গেছে। আমি মোতালেবের বিচার চাই।’
তবে এ বিষয়ে সিরাজগঞ্জের এএসপি (বেলকুচি সার্কেল) জন রানা বলেন, ‘ওই বাড়িতে গেলে মোতালেবের স্ত্রী-স্বজনেরা জানান, রান্নার সময় প্রেশারকুকার বিস্ফোরিত হয়েছে। তবে কোনো আলামত দেখাতে পারেননি আমাদের। বোমাজাতীয় বস্তু বিস্ফোরণের আলামতও মেলেনি। যে কালো মাইক্রোবাসের কথা বলা হচ্ছে, সেটি এক প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ি। সেটিতে তল্লাশি করে আলামত পাওয়া যায়নি। তবে বেলকুচি থানার পুলিশ শব্দের বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১২ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে