Ajker Patrika

ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি রাজশাহী বিএনপির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন কমিটির দাবিতে রাজশাহীতে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন কমিটির দাবিতে রাজশাহীতে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গেছে। এ কমিটি গঠন হয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। একটি আহ্বায়ক কমিটির মেয়াদ মাত্র তিন মাস। কিন্তু এই কমিটির মেয়াদ প্রায় চার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করতে পারেনি। শুধু তাই নয়, ওই কমিটিতে যাঁরা রয়েছেন—আহ্বায়ক থেকে শুরু করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিবসহ অন্যরা আওয়ামী লীগের দোসর। এর একাধিক প্রমাণ রয়েছে। যেগুলো ইতিপূর্বে বিভিন্ন সমাবেশে তুলে ধরা হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত