Ajker Patrika

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই শিল্পী রেজাউলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, লালপুর (নাটোর)
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১: ০১
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই শিল্পী রেজাউলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের মানুষের কাছে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর একজন। এলাকায়ও স্বল্প পরিচিত। এসবের ওপরে তাঁর বড় পরিচয় ছিল তিনি একজন সংগীত শিল্পী। নাম রেজাউল করিম। তাঁর কণ্ঠে নজরুলের গান, আধুনিক গান বাঙ্ময় হয়ে উঠত। আজকের পত্রিকার ফেসবুক ও ইউটিউব পেজে তাঁর গান সম্প্রতি ভাইরাল হয়েছিল।

চরম দরিদ্রও কখনো তাঁর কণ্ঠ রুদ্ধ করতে পারেনি। কিন্তু আজ শনিবার সেই কণ্ঠ থেমে গেল চিরতরে। নাটোরের লালপুরে একটি বাগানের আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল কণ্ঠশিল্পী রেজাউল করিমের মরদেহ। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া কৃষ্ণরামপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেজাউল করিমের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামে। তাঁকে নিয়ে গত ৮ আগস্ট ‘আজকের পত্রিকার শেষ পাতায় ‘কণ্ঠে মানবেন্দ্র, জীবন মানবেতর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

স্থানীয় মিঠুন কুমার সরকার জানান, উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের নিখিল সরকারের মেয়ে চৈতালি রানি সরকারের বিয়েতে বাদ্যযন্ত্র ক্যাসিও বাজানোর জন্য গত শুক্রবার আসেন রেজাউল করিম। আজ বেলা সাড়ে ১২টার দিকে শরীর খারাপ লাগার কথা বলে ঘুমাতে যান। বেশ কিছু সময় পার হয়ে গেলে তিনি ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করে। বেলা ৩টার দিকে বাড়ির পেছনের আমবাগানে গাছের ডালের ঝোলা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়। কাঁচা পাটের দড়িতে ঝোলানো মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, তিনি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ খবর পান। আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিরেন্দ্র নাথ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি ও বড়াইগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত