নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী অঞ্চল থেকে প্রতিদিনই অসংখ্য রোগী চিকিৎসার জন্য ভারতে যান। তাদের দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন। আগামী রোববার থেকে এই দপ্তরে কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেওয়া হবে।
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবে, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে। একই প্রক্রিয়ায় আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসায়ও এক কার্যদিবসে প্রদান করা হবে।’
এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, ‘আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা।’ এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের যে কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তাঁর কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়।
এখন অনলাইনে ভিসার আবেদন করার সময় কাগজপত্র জমা দেওয়ার যে তারিখ দেওয়া হচ্ছে, সেটিই পাওয়া যাচ্ছে কিছুটা বিলম্বে। ফলে অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার জন্যই অপেক্ষা করতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের অপেক্ষাটা আরও বেশি সময়ের। ভিসা পেতেও বিলম্ব হচ্ছে তাদের।
এ সমস্যার সমাধান কী, জানতে চাইলে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ‘এখন মেডিকেল ভিসা প্রার্থীরা তাদের কাগজপত্র জমা দেওয়ার তারিখ আগাম পান। ধীরে ধীরে এই সময়টাও এগিয়ে আনা হবে। সুশৃঙ্খলভাবে দ্রুত ভিসা দেওয়ার জন্য আমরা কাজ করছি।’
রাজশাহী অঞ্চল থেকে প্রতিদিনই অসংখ্য রোগী চিকিৎসার জন্য ভারতে যান। তাদের দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন। আগামী রোববার থেকে এই দপ্তরে কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেওয়া হবে।
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবে, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে। একই প্রক্রিয়ায় আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসায়ও এক কার্যদিবসে প্রদান করা হবে।’
এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, ‘আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা।’ এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের যে কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তাঁর কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়।
এখন অনলাইনে ভিসার আবেদন করার সময় কাগজপত্র জমা দেওয়ার যে তারিখ দেওয়া হচ্ছে, সেটিই পাওয়া যাচ্ছে কিছুটা বিলম্বে। ফলে অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার জন্যই অপেক্ষা করতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের অপেক্ষাটা আরও বেশি সময়ের। ভিসা পেতেও বিলম্ব হচ্ছে তাদের।
এ সমস্যার সমাধান কী, জানতে চাইলে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ‘এখন মেডিকেল ভিসা প্রার্থীরা তাদের কাগজপত্র জমা দেওয়ার তারিখ আগাম পান। ধীরে ধীরে এই সময়টাও এগিয়ে আনা হবে। সুশৃঙ্খলভাবে দ্রুত ভিসা দেওয়ার জন্য আমরা কাজ করছি।’
জাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২৮ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
১ ঘণ্টা আগে