Ajker Patrika

বগুড়ায় হাতকড়াসহ আসামি পলায়ন, ৪ পুলিশ বরখাস্ত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৭: ৩১
বগুড়ায় হাতকড়াসহ আসামি পলায়ন, ৪ পুলিশ বরখাস্ত

বগুড়ায় চোর সন্দেহে আটক দুই আসামি পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশকে বরখাস্ত করা হয়েছে। পলাতক একজনকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় আজ (সোমবার) গ্রেপ্তার হওয়া একজনসহ দুজনের নামে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন শহরের উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল একরামুল হক ও মানিক রতন নিশিন্দারা এলজিইডি অফিসের সামনে জনগণের হাতে চোর সন্দেহে আটক মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ওরফে ফারুক (২২) নামে দুজনকে তাঁদের হেফাজতে গ্রহণ করেন।

পরে তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপশহর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই আসামিকে হাতকড়া লাগিয়ে দায়িত্বরত কনস্টেবল মাহবুব আলমের হেফাজতে রাখা হয়।

শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ আটক ওই দুই আসামি পালিয়ে যান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রাতে মোহাম্মদ আলীকে আদমদীঘি থেকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। পলাতক অপর আসামি মিঠু মিয়াকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপারের আদেশে গতকাল রাতে চার পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পলাতক মিঠু মিয়া ও পুনরায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীর নামে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত