Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও নেননি করোনা টিকার চতুর্থ ডোজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও নেননি করোনা টিকার চতুর্থ ডোজ

রাজশাহী বিভাগে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ষাটোর্ধ্ব ব্যক্তিদের চতুর্থ ডোজের টিকা দান কর্মসূচি। কিন্তু এই কর্মসূচির প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও চতুর্থ ডোজের করোনার টিকা নেননি।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরের চারটি কেন্দ্র এবং বিভাগের অন্য সাত জেলার প্রতিটি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চতুর্থ ডোজ প্রয়োগের ব্যাপারে আগে থেকে প্রচার চালানো হয়নি। তাই টিকা নেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না। আবার অনেকে পরে নেবেন ভেবে হয়তো আসেননি। 

প্রথম দিন টিকা প্রয়োগ কেমন হলো জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘টিকা নিতে আসা মানুষের সংখ্যা খুবই কম। এটা তো এখন চলবে। পরে হয়তো লোকজন আসবে। সে কারণে প্রথম দিন টিকা গ্রহণকারী খুবই কম।’ 

টিকা দেওয়ার ব্যাপারে প্রচারের ঘাটতি ছিল কি না জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার বলেন, ‘ওভাবে কোনো প্রচার চালানো হয়নি। টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে, মানুষ জেনে গেছে। কোভিডের সংক্রমণ কমে যাওয়ার কারণে দ্বিতীয় ডোজ নেওয়ারই আগ্রহ কমে গেছে। সেখানে চতুর্থ ডোজ নেওয়ার আগ্রহ কম থাকবে সেটাই স্বাভাবিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত