নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কম ভোট পাওয়ায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের তিন মেয়র প্রার্থী জামানাত হারাচ্ছেন। কমিশনের নিয়ম অনুযায়ী, যদি প্রদত্ত মোট ভোটের এক অষ্টমাংশ ভোট কোনো প্রার্থী না পান তাহলে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হয়। রাজশাহী সিটি নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীই জামানত হারাচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী ছিলেন। চারজনে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৫৭ ভোট। কিন্তু একমাত্র লিটন ছাড়া ছাড়া অন্য কোনো মেয়রপ্রার্থী এই পরিমাণ ভোট পাননি। ফলে অন্য মেয়রপ্রার্থীরা জামানত হারাচ্ছেন।
ফল অনুযায়ী, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। আর জাকের পার্টির মেয়র প্রার্থী গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, এই তিন প্রার্থী নির্বাচন কমিশনে দেওয়া জামানতের ২০ হাজার করে টাকা ফিরে পাবেন না।
জামানত বাজেয়াপ্ত প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুরশিদ আলম বলেন, ‘আমরা তো আগেই ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেছি। কাজেই এই ভোটে আমাদের অংশগ্রহণ নেই। যারা আমাদের ভালোবাসেন তারা হয়তো ভোট দিয়েছেন। জামানত বাজেয়াপ্ত নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই’।
নির্বাচনের রিটার্নিং অফিসার জানান, রাসিক নির্বাচনে মোট ৫৬ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি। অনেকে ভোট দিলেও চূড়ান্ত বাটনে চাপ দেননি। আবার অনেকে একই পদে একাধিক ব্যক্তিকে ভোট দিয়েছেন। তাই এসব ভোট বাতিল হয়েছে।
কম ভোট পাওয়ায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের তিন মেয়র প্রার্থী জামানাত হারাচ্ছেন। কমিশনের নিয়ম অনুযায়ী, যদি প্রদত্ত মোট ভোটের এক অষ্টমাংশ ভোট কোনো প্রার্থী না পান তাহলে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হয়। রাজশাহী সিটি নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীই জামানত হারাচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী ছিলেন। চারজনে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৫৭ ভোট। কিন্তু একমাত্র লিটন ছাড়া ছাড়া অন্য কোনো মেয়রপ্রার্থী এই পরিমাণ ভোট পাননি। ফলে অন্য মেয়রপ্রার্থীরা জামানত হারাচ্ছেন।
ফল অনুযায়ী, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। আর জাকের পার্টির মেয়র প্রার্থী গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, এই তিন প্রার্থী নির্বাচন কমিশনে দেওয়া জামানতের ২০ হাজার করে টাকা ফিরে পাবেন না।
জামানত বাজেয়াপ্ত প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুরশিদ আলম বলেন, ‘আমরা তো আগেই ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেছি। কাজেই এই ভোটে আমাদের অংশগ্রহণ নেই। যারা আমাদের ভালোবাসেন তারা হয়তো ভোট দিয়েছেন। জামানত বাজেয়াপ্ত নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই’।
নির্বাচনের রিটার্নিং অফিসার জানান, রাসিক নির্বাচনে মোট ৫৬ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি। অনেকে ভোট দিলেও চূড়ান্ত বাটনে চাপ দেননি। আবার অনেকে একই পদে একাধিক ব্যক্তিকে ভোট দিয়েছেন। তাই এসব ভোট বাতিল হয়েছে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে