Ajker Patrika

লোভ সংযত করে লাভের পরিমাণ কমাতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২১: ৪৭
লোভ সংযত করে লাভের পরিমাণ কমাতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘লোভ সংযত করে লাভের পরিমাণ কমাতে হবে। মানুষের সেবা করার মধ্যে আনন্দ রয়েছে।’ 

আজ বৃহস্পতিবার নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে মূল প্রত্যাশা ছিল দ্রব্যমূল্য সহনশীল রেখে জনগণকে স্বস্তি দেওয়া। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার ইতিমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আর যাতে কোনো মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়াতে না পারে, সে ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।’ 

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ গড়ে তুলতে চাই।’ 

অনুষ্ঠানে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনকেও সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক ডা. মো. আশেক হোসেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠনসহ পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যদের সম্মাননা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত