Ajker Patrika

বগুড়া ডিসি অফিসের রেকর্ডরুমে আগুন, তদন্ত কমিটি গঠন

বগুড়া অফিস
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮: ২৫
বগুড়া ডিসি অফিসের রেকর্ডরুমে আগুন, তদন্ত কমিটি গঠন

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। 

জেলা প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রেকর্ডরুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। 

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল এ কারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’ 

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষে পুরোনো একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্টসার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত