পাবনা প্রতিনিধি
পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুরের সময় গোপনে ভিডিও ধারণ করায় পৌর ছাত্রলীগ নেতা কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শালগাড়িয়ায় পাবনা জেনারেল হাসপাতাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তুষার পৌর সদরের শালগাড়িয়া শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। তিনি পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে দুজন শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা।
ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে এবং ছবি তুলছিলেন কাজী তুষার।
এ সময় ছাত্র-জনতার একজন তাঁকে দেখে চিনে ফেলে। তখন ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়েন। সেখানে তাঁকে ছাত্র-জনতা ঘিরে ধরে। বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সেখান থেকে বের করে দিলে ছাত্র-জনতা ব্যাপক গণপিটুনি দেয়। এরপর তুষার দৌড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা আহতাবস্থায় তুষারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুরের সময় গোপনে ভিডিও ধারণ করায় পৌর ছাত্রলীগ নেতা কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শালগাড়িয়ায় পাবনা জেনারেল হাসপাতাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তুষার পৌর সদরের শালগাড়িয়া শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। তিনি পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে দুজন শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা।
ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে এবং ছবি তুলছিলেন কাজী তুষার।
এ সময় ছাত্র-জনতার একজন তাঁকে দেখে চিনে ফেলে। তখন ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়েন। সেখানে তাঁকে ছাত্র-জনতা ঘিরে ধরে। বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সেখান থেকে বের করে দিলে ছাত্র-জনতা ব্যাপক গণপিটুনি দেয়। এরপর তুষার দৌড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা আহতাবস্থায় তুষারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১৭ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৩৮ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে