সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
২১ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
৩০ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩৬ মিনিট আগে