Ajker Patrika

আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪: ২৮
আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত