নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না—দাবি করে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘মিছেমিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিএনপি কোনো দিন ক্ষমতায় আসবে না। আসুন, নৌকায় উঠে পড়ুন। উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর পুলিশ তদন্তকেন্দ্রসংলগ্ন মাঠে হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র আরও বলেন, ‘অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটে আসুন, ভোটের মাধ্যমেই জনসমর্থন প্রমাণ হবে। সাহস থাকলে নির্বাচনে আসুন।’
তিনি বলেন, ‘উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না, এমনকি পান্তাও কেউ খায় না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই, ভবিষ্যতে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করব।’
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের লড়াই-সংগ্রাম ছিল মানুষের মুক্তির জন্য। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়েছেন। যে বৃদ্ধরা শেষ বয়সে ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে থাকত। সেসব বৃদ্ধ মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছে সরকার। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের দেশের জন্য অভিশাপ। এটার জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। করোনার সময় শেখ হাসিনা সবার জন্য প্রণোদনা দিয়েছেন। দল হিসেবে আওয়ামী লীগও মানুষের পাশে ছিল সে সময়ে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাঁটবে।’
হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিল এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।
বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না—দাবি করে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘মিছেমিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিএনপি কোনো দিন ক্ষমতায় আসবে না। আসুন, নৌকায় উঠে পড়ুন। উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর পুলিশ তদন্তকেন্দ্রসংলগ্ন মাঠে হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র আরও বলেন, ‘অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটে আসুন, ভোটের মাধ্যমেই জনসমর্থন প্রমাণ হবে। সাহস থাকলে নির্বাচনে আসুন।’
তিনি বলেন, ‘উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না, এমনকি পান্তাও কেউ খায় না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই, ভবিষ্যতে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করব।’
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের লড়াই-সংগ্রাম ছিল মানুষের মুক্তির জন্য। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়েছেন। যে বৃদ্ধরা শেষ বয়সে ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে থাকত। সেসব বৃদ্ধ মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছে সরকার। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের দেশের জন্য অভিশাপ। এটার জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। করোনার সময় শেখ হাসিনা সবার জন্য প্রণোদনা দিয়েছেন। দল হিসেবে আওয়ামী লীগও মানুষের পাশে ছিল সে সময়ে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাঁটবে।’
হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিল এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে