ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
গুলিবর্ষণ, হামলা ও হত্যাচেষ্টার মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২ পাবনা ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদী শহরের আলোবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিচ ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে হওয়া মামলা থেকে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঈশ্বরদী শহরে ছাত্র-জনতা একত্রিত হয়ে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম টেংরি কাচারিপাড়া আলহেরা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় জমায়েত হয়। এ সময় তাদের ওপর গুলিবর্ষণ, পরপর ককটেল বিস্ফোরণসহ ও হামলা করা হয়। এতে শহরের শৈলপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম এবং উপজেলা সড়কের যুবদল নেতা রাশেদুল ইসলাম রিপন গুলিবিদ্ধ হন। এ সময় তাদের ওপর রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা করা হয় এবং পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ নজরুল ইসলাম বাদী হয়ে ১৫ আগস্ট রাতে ঈশ্বরদী থানায় পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনের নামে হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সে মামলায় যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল ২ নম্বর আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উপজেলার দাশুড়িয়ায় এমন আরেকটি ঘটনায় মামলা দায়ের করা হয়।
শিরহান শরীফ তমাল পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে। তমালের ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন। তাঁর মা কামরুন্নাহার শরীফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, বোন মাহজেবিন শিরিন পিয়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, তাঁর আরেক ভাই সাকিবুর রহমান কনক আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, তাঁর ভগ্নিপতি আবুল কালাম আজাদ মিন্টু বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ৪ আগস্ট ঈশ্বরদী শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও হামলাসহ একটি।
তিনি আরও জানান, এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে দাশুড়িয়া জামায়াতে ইসলামীর মিছিলে হামলা, গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলার তিনি প্রধান আসামি।
গুলিবর্ষণ, হামলা ও হত্যাচেষ্টার মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২ পাবনা ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদী শহরের আলোবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিচ ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে হওয়া মামলা থেকে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঈশ্বরদী শহরে ছাত্র-জনতা একত্রিত হয়ে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম টেংরি কাচারিপাড়া আলহেরা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় জমায়েত হয়। এ সময় তাদের ওপর গুলিবর্ষণ, পরপর ককটেল বিস্ফোরণসহ ও হামলা করা হয়। এতে শহরের শৈলপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম এবং উপজেলা সড়কের যুবদল নেতা রাশেদুল ইসলাম রিপন গুলিবিদ্ধ হন। এ সময় তাদের ওপর রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা করা হয় এবং পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ নজরুল ইসলাম বাদী হয়ে ১৫ আগস্ট রাতে ঈশ্বরদী থানায় পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনের নামে হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সে মামলায় যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল ২ নম্বর আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উপজেলার দাশুড়িয়ায় এমন আরেকটি ঘটনায় মামলা দায়ের করা হয়।
শিরহান শরীফ তমাল পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে। তমালের ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন। তাঁর মা কামরুন্নাহার শরীফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, বোন মাহজেবিন শিরিন পিয়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, তাঁর আরেক ভাই সাকিবুর রহমান কনক আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, তাঁর ভগ্নিপতি আবুল কালাম আজাদ মিন্টু বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ৪ আগস্ট ঈশ্বরদী শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও হামলাসহ একটি।
তিনি আরও জানান, এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে দাশুড়িয়া জামায়াতে ইসলামীর মিছিলে হামলা, গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলার তিনি প্রধান আসামি।
কক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
২৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৩ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে