Ajker Patrika

আদমদীঘিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ০২
আদমদীঘিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম পবিত্র কুমার (৫২)। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বগুড়া-নওগাঁ মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

পবিত্র কুমার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নেহাল বলেন, শনিবার রাতে ধানের চারা নিয়ে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন পবিত্র কুমার। পথিমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কে ইন্দইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

নিহতের পরিবারে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত