ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দুই ভাইয়ের বিরোধে একজন নিহত হয়েছেন। অন্যজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিপু সরদার (৩৮)। তিনি ওই গ্রামের রাকাত সরদারের ছোট ছেলে। আহত মনিরুল ইসলাম (৪৫) নিহতের মেজ ভাই। তাঁকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘরবাড়ির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মনিরুল জিপুকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। একই সঙ্গে জিপু মনিরুলকে হাঁসুয়া দিয়ে কোপ দেন।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। খুনের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘর ভাগাভাগি নিয়ে বেশ কিছু দিন ধরে ওই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বুধবার এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে আজ দুপুরে মেজ ভাই মনিরুল ইসলাম ও ছোট ভাই জিপু সরদারের মধ্যে ঝগড়া শুরু হয়। তাঁদের বাবা রাকাত সরদার এসেও ঝগড়া থামাতে পারেননি। একপর্যায়ে জিপু সরদার তাঁর মেজ ভাই মনিরুল ইসলামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। মনিরুলও প্রতিশোধ নিতে আহত অবস্থা তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে ছোট ভাই জিপুর মাথায় কয়েকটি আঘাত করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে জিপু সরদারের অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। আহত মনিরুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে দুই ভাইয়ের বিরোধে একজন নিহত হয়েছেন। অন্যজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিপু সরদার (৩৮)। তিনি ওই গ্রামের রাকাত সরদারের ছোট ছেলে। আহত মনিরুল ইসলাম (৪৫) নিহতের মেজ ভাই। তাঁকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘরবাড়ির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মনিরুল জিপুকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। একই সঙ্গে জিপু মনিরুলকে হাঁসুয়া দিয়ে কোপ দেন।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। খুনের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘর ভাগাভাগি নিয়ে বেশ কিছু দিন ধরে ওই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বুধবার এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে আজ দুপুরে মেজ ভাই মনিরুল ইসলাম ও ছোট ভাই জিপু সরদারের মধ্যে ঝগড়া শুরু হয়। তাঁদের বাবা রাকাত সরদার এসেও ঝগড়া থামাতে পারেননি। একপর্যায়ে জিপু সরদার তাঁর মেজ ভাই মনিরুল ইসলামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। মনিরুলও প্রতিশোধ নিতে আহত অবস্থা তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে ছোট ভাই জিপুর মাথায় কয়েকটি আঘাত করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে জিপু সরদারের অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। আহত মনিরুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে