Ajker Patrika

সোনাতলায় বিদ্রোহী নান্নুসহ ১৯ আ. লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২৩: ৪০
সোনাতলায় বিদ্রোহী নান্নুসহ ১৯ আ. লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা অমান্য করায় বগুড়া জেলা আওয়ামী লীগের ১৯ নেতাকে বহিষ্কারের সুপারিশ দেওয়া হয়েছে। সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এই সুপারিশ করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ সুপারিশ করেন। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়। 

এতে বলা হয়, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য বগুড়া জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সোনাতলা পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে এবং তাঁকে সহযোগিতা করায় আরও ১৮ জনকে দলীয় পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। 

সুপারিশটি অগ্রগামী করার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগ, বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বিশেষভাবে অনুরোধ করেছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। 

বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর পক্ষে নির্বাচন কাজে অংশগ্রহণ করায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন দুলু, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মাহফুজার রহমান মাফু, জাতীয় শ্রমিক লীগ সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক আকতার হোসেন বুলু, সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম রেজাউল করিম মানিক, তৌহিদসহ ১৯ জনকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করার সুপারিশপত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত