Ajker Patrika

জয়পুরহাটে পুলিশের ভুয়া এসআই গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পুলিশের ভুয়া এসআই গ্রেপ্তার

জয়পুরহাটে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় উত্তম কুমার ঘোষ (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাঁচবিবি-জয়পুরহাট রোডের একটি বাসের ভেতরে টাকা দাবির ঘটনায় শহরের পাঁচুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকার মৃত ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে।  

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, নওগাঁ জেলার রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিনজন ব্যক্তি পাঁচবিবি থেকে বাস যোগে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথিমধ্যে বাসের ভেতরে উত্তম নামের ব্যক্তি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। তিনি শরীফুলসহ তাঁর সঙ্গীদের শরীর তল্লাশি করতে চান। এই বলে যে, তাঁদের কাছে মাদকদ্রব্য আছে। এরই মধ্যে বাসটি জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে চলে আসে। তখন উত্তম তাঁদের পাঁচুর মোড়ের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান। 

আলমগীর জাহান আরও বলেন, একপর্যায়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন উত্তম কুমার। টাকা না দিলে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন। এ সময় তাঁদের কাছে থাকা ১ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে শরীফুলের স্বজন তৌফিক কৌশলে প্রস্রাব করতে যাওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল নম্বরে সংগ্রহ করে পুলিশে খবর দেন। 

পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে ঘটনাস্থল থেকে উত্তমকে আটক করে থানায় নিয়ে যান। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে, পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত