Ajker Patrika

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি শেরপুর থেকে গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি
হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি শেরপুর থেকে গ্রেপ্তার 

বগুড়ায় হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলামকে (৩৪) শেরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাতে জেলার সদর থানার লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার র‍্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব অধিনায়ক মো. মারুফ হোসেন।

গ্রেপ্তার শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে।

র‍্যাব অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, ‘২০১৩ সালে বগুড়ার শাজাহানপুর থানা এলাকায় একটি হত্যা ও ডাকাতি মামলার আসামি শফিকুল ইসলাম। এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর থেকে পলাতক ছিলেন। রোববার রাতে শেরপুর জেলার লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত