Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৩: ৫৪
সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার আর নেই

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। 

জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান ফয়সল সজল মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ঢাকায় হাসপাতালে নিয়ে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি মারা যান।’ 

সজল জানান, আগামীকাল সোমবার বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী নগরীর হেতম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হবে। 

বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ১৯৯৭ সালে রাজশাহীর তৎকালীন বাগমারা-মোহনপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। পরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। 

তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা করেছেন। বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী জেলা শাখার নেতৃত্ব দিয়েছেন। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি দলের সবার কাছেই ছিলেন প্রিয়মুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত