নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুনঃ নামকরণ করা স্থাপনাগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ ও জুলাই-৩৬ নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাবি স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে শহীদ সাকিব আঞ্জুম গেইট ও বিনোদপুর গেইটকে শহীদ আলী রায়হান গেইট নামকরণ করা হয়েছে।
নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘মেয়েদের হলের নাম জুলাই ৩৬, এটা কেমন শোনাচ্ছে না? অন্যান্য হলের সঙ্গে বিন্দুমাত্র মিল নাই। কেউ হঠাৎ করে শুনলে বুঝবেই না যে এটা ছেলেদের হল, নাকি মেয়েদের। নামই যদি পরিবর্তন করা হবে, তাহলে মেয়েদের অন্যান্য হলের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ করা উচিত ছিল।’
সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারও। তিনি ফেসবুকে লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ননামা! ক্যাম্পাসের বিভিন্ন ভবন, স্থাপনার নাম পরিবর্তন করবেন এটা কাদের সাথে পরামর্শ করে করেছেন? শিক্ষার্থীদের মতামত দেওয়ার অধিকার ছিল কি না?’
তিনি লেখেন, ‘ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করবেন, এটা ওই হলের বোনদের সাথে পরামর্শ করেছেন কি না? আর একটা কমনসেন্সের দরকার যে মেয়েদের হলের নাম এমন একটা দিলেন, যা ছেলেদের হল নাকি মেয়েদের হল সেটাই বোঝা যাবে না।’ জাতীয় চার নেতার ’৭১-এর ইতিহাস অস্বীকার করলেন? তাদের দোষ কী ছিল? বাংলাদেশি রসায়নবিদ ড. কুদরত-এ-খুদা ভবনের নাম পরিবর্তন করে রাখলেন জাবির ইবনে হাইয়ান? মানে সিরিয়াসলি? বাংলাদেশি একজন মানুষের স্বীকৃতি মুছে দিয়ে কেনো জাবির ইবনে হাইয়ানের নাম দিতে হবে? আরেকটা ভবন করে সেটার নাম দিতেন, যদি এতই প্রয়োজন ছিল।’
আম্মার লেখেন, ‘কাজলা গেইট, বিনোদপুর গেইটের নাম জন্ম থেকেই বাবা-মায়ের মুখে শুনে বড় হয়েছি। গেইটের নাম কে পরিবর্তন করে? আল্টিমেটলি যে সিদ্ধান্তগুলো নিল প্রশাসন, তারা কি স্বাভাবিক অবস্থায় মিটিংয়ে বসেছিল? নাকি সুযোগে ’৭১-এর ওপর দিয়ে ’২৪-এর ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে? ’৭১ আমাদের ভিত্তি, ’৭১-এর প্রতি এত বিদ্বেষ ভালো মেসেজ দিচ্ছে না।’
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিনই তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুনঃ নামকরণ করা স্থাপনাগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ ও জুলাই-৩৬ নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাবি স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে শহীদ সাকিব আঞ্জুম গেইট ও বিনোদপুর গেইটকে শহীদ আলী রায়হান গেইট নামকরণ করা হয়েছে।
নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘মেয়েদের হলের নাম জুলাই ৩৬, এটা কেমন শোনাচ্ছে না? অন্যান্য হলের সঙ্গে বিন্দুমাত্র মিল নাই। কেউ হঠাৎ করে শুনলে বুঝবেই না যে এটা ছেলেদের হল, নাকি মেয়েদের। নামই যদি পরিবর্তন করা হবে, তাহলে মেয়েদের অন্যান্য হলের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ করা উচিত ছিল।’
সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারও। তিনি ফেসবুকে লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ননামা! ক্যাম্পাসের বিভিন্ন ভবন, স্থাপনার নাম পরিবর্তন করবেন এটা কাদের সাথে পরামর্শ করে করেছেন? শিক্ষার্থীদের মতামত দেওয়ার অধিকার ছিল কি না?’
তিনি লেখেন, ‘ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করবেন, এটা ওই হলের বোনদের সাথে পরামর্শ করেছেন কি না? আর একটা কমনসেন্সের দরকার যে মেয়েদের হলের নাম এমন একটা দিলেন, যা ছেলেদের হল নাকি মেয়েদের হল সেটাই বোঝা যাবে না।’ জাতীয় চার নেতার ’৭১-এর ইতিহাস অস্বীকার করলেন? তাদের দোষ কী ছিল? বাংলাদেশি রসায়নবিদ ড. কুদরত-এ-খুদা ভবনের নাম পরিবর্তন করে রাখলেন জাবির ইবনে হাইয়ান? মানে সিরিয়াসলি? বাংলাদেশি একজন মানুষের স্বীকৃতি মুছে দিয়ে কেনো জাবির ইবনে হাইয়ানের নাম দিতে হবে? আরেকটা ভবন করে সেটার নাম দিতেন, যদি এতই প্রয়োজন ছিল।’
আম্মার লেখেন, ‘কাজলা গেইট, বিনোদপুর গেইটের নাম জন্ম থেকেই বাবা-মায়ের মুখে শুনে বড় হয়েছি। গেইটের নাম কে পরিবর্তন করে? আল্টিমেটলি যে সিদ্ধান্তগুলো নিল প্রশাসন, তারা কি স্বাভাবিক অবস্থায় মিটিংয়ে বসেছিল? নাকি সুযোগে ’৭১-এর ওপর দিয়ে ’২৪-এর ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে? ’৭১ আমাদের ভিত্তি, ’৭১-এর প্রতি এত বিদ্বেষ ভালো মেসেজ দিচ্ছে না।’
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিনই তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে