Ajker Patrika

হারিয়ে গেছে মানসিক ভারসাম্যহীন ছেলে, দিশেহারা মা-বাবা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
নিখোঁজ কিশোর ফারুক আহম্মেদ। ছবি: সংগৃহীত
নিখোঁজ কিশোর ফারুক আহম্মেদ। ছবি: সংগৃহীত

পাঁচ দিন হয়ে গেল ফিরে আসেনি ফারুক। প্রতিটি মুহূর্ত দরজার দিকে তাকিয়ে আছেন বাবা-মা, যদি কখনো দেখা মেলে প্রিয় ছেলেটার। কান্নাভেজা চোখে তাঁরা বলছেন ‘আমরা শুধু ওকে ফেরত চাই।’

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও মনিজা বেগম। তাদের একমাত্র ছেলে ফারুক আহম্মেদ (১৫) জন্ম থেকেই মানসিকভাবে অসুস্থ। শান্ত স্বভাবের এই কিশোর কোনাবাড়ী ইসহাক দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে পড়ত। সময় কাটাত বাড়ির আঙিনায় বা পাশের মাঠে। কখনো একা দূরে যেত না। কিন্তু গত শুক্রবার বিকেলে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ফারুক। এরপর থেকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তার মা-বাবা।

চোখের পানি মুছতে মুছতে আব্দুর রশিদ বলেন, ‘আমার ছেলে কোনো ক্ষতি করতে পারে না, সে শুধু খেলে আর হাসে। এখন কে জানে কোথায় আছে, খেয়েছে কি না... কোনো কষ্টে আছে কি না—এই চিন্তায় ঘুম হয় না।’

হারিয়ে যাওয়ার সময় ফারুকের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, স্বাস্থ্য গড়ন মাঝারি, মাথার চুল লম্বা ও কালো। ছেলের খোঁজে গতকাল সোমবার আব্দুর রশিদ কামারখন্দ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছেন খোঁজখবরের পোস্ট। কিন্তু এখনো কোনো খবর নেই।

কেউ ফারুকের খোঁজ বা কোনো তথ্য পেয়ে থাকলে ০১৯১৪৭২৯৮৪৮ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত